গঙ্গাসাগর, 5 জানুয়ারি: আগামী 10 তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ৷ চলবে 15 তারিখ পর্যন্ত ৷ তার আগে 6 তারিখ, অর্থাৎ সোমবার মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে ৷
নীল সাদা রঙে সেজে উঠছে কপিলমুনি মন্দির প্রাঙ্গণ ও হেলিপ্যাড গ্রাউন্ড । সোমবার হেলিকপ্টারেই আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে আজ বারবার বিভিন্ন হেলিকপ্টার ওঠা-নামা করিয়ে চলে মহড়া ৷ নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে চারিদিক ।
উল্লেখ্য, 2022 সালে কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্বোধন করেন মমতা ৷ এই হেলিপ্যাডে যেমন মুখ্যমন্ত্রী-সহ বিশেষ অতিথিরা এসেছেন চপারে করে, তেমনই বহু অসুস্থ মানুষকে মেলার চলাকালীন হেলিকপ্টারে চড়িয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কলকাতায় ।
গঙ্গাসাগর মেলা উপলক্ষে আজ থেকেই প্রশাসনের তরফে জোরদার ব্যবস্থা করা হয়েছে । বিগত বছরগুলিতে 60 থেকে 70 লক্ষ তীর্থযাত্রী হলেও এবারের তীর্থযাত্রী কিছুটা কম হবে বলে মনে করা হচ্ছে ৷ তার কারণ হল কুম্ভ মেলা ৷ 12 বছর পর এবার ফের বসছে কুম্ভ মেলার আসর ৷ সেখানেও নামে পুণ্যার্থীদের ঢল ৷ কুম্ভ মেলার কারণে এবার গঙ্গাসাগরে তীর্থযাত্রীর সংখ্যা কম থাকলেও নিশ্চিন্তে থাকতে পারছে না প্রশাসন ৷ এবার কপিলমুনি মন্দির এলাকার পরিধি অনেকটাই কমেছে । নদীর করাল গ্রাসে ভাঙতে ভাঙতে অনেকা এলাকা নদীগর্ভে চলে গিয়েছে ।
এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, "বেশ কয়েক বছর ধরে গঙ্গাসাগর মেলা উদ্বোধন করে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে স্থান করানোর জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করেছেন মুখ্যমন্ত্রী । কেন্দ্রীয় বঞ্চনার সম্মুখীন হয়েও গঙ্গাসাগর মেলাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ মেলা হিসেবে দেশবাসীর কাছে উপহার দিতে সদা চিন্তিত তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই গঙ্গাসাগর মেলা 2025-এরও উদ্বোধন হতে চলেছে । এখন চলছে শেষবেলার কাজ । প্রস্তুত জেলা প্রশাসনের আধিকারিকরা ৷"
মকর সংক্রান্তির পুণ্যস্নান করতে দেশ ও বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতিবার গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির প্রাঙ্গণে ভিড় জমান । মেলা চলাকালীন কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে, তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন ৷