দুবাই, 7 জানুয়ারি: খারাপ সময়ের মধ্য়ে দিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট দল ৷ বিশেষ করে পাঁচদিনের ফরম্যাটে ৷ অজিভূমে গত দু'টি সফরে দাপটের সঙ্গে জয় পেলেও 2024-25 মরশুমে এসে নাস্তানাবুদ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে ৷ দশ বছর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া করেছে তাঁরা ৷ এবার আইসিসি টেস্ট ব়্যাংকিংয়েও পিছোল ডব্লিউটিসি'র গত দু'বারের ফাইনালিস্টরা ৷ টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওঠার সুযোগ হাতছাড়া করে আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে তিনে নামলেন বিরাট কোহলিরা ৷
ফলো-অন করে পাকিস্তানের দুরন্ত প্রতিরোধ সত্ত্বেও কেপটাউন টেস্টে সোমবার দশ উইকেটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ সেইসঙ্গে ঘরের মাটিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে দুরমুশ করার সুবাদে টেস্ট ব়্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে 2025 ডব্লিউটিসি ফাইনালের প্রথম ফাইনালিস্টরা ৷ অস্ট্রেলিয়ার মাটিতে 1-3 ব্যবধানে হারের পরও 109 রেটিং নিয়ে (4248 পয়েন্ট) আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে দ্বিতীয়স্থানেই ছিল ভারত ৷ কিন্তু সোমবার কেপটাউনে তেম্বা বাভুমা ব্রিগেড পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতেই তৃতীয়স্থানে নেমে আসে ভারতীয় দল ৷
সোমবার প্রকাশিত আইসিসি ব়্যাংকিংয়ে 112 রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে প্রোটিয়াব্রিগেড ৷ 4531 পয়েন্ট ও 126 রেটিং নিয়ে শীর্ষে যদিও অস্ট্রেলিয়াই ৷ 106 এবং 96 রেটিং নিয়ে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চমস্থানে রয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ৷ উল্লেখ্য, সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে পাকিস্তানকে হারাতেই ডব্লিউটিসি ফাইনালে প্রবেশ করে গিয়েছিল নেলসন ম্যান্ডেলার দেশ ৷ দ্বিতীয় টেস্ট জিতে আইসিসি ব়্যাংকিংয়েও অবস্থান উন্নত করল তারা ৷ এমনকী ডব্লিউটিসি পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ফাইনাল যাচ্ছে তাঁরা ৷
South Africa's win in Cape Town ensures that they'll finish as the leaders of the #WTC25 standings 👊#SAvPAK pic.twitter.com/ROjzzNwaMx
— ICC (@ICC) January 6, 2025
পক্ষান্তরে টানা তৃতীয়বার ডব্লিউটিসি ফাইনালের আশা জিইয়ে রাখতে সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে জয় আবশ্যক ছিল ভারতীয় দলের জন্য ৷ সেক্ষেত্রে পরবর্তীতে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হত প্রথম দু'বারের ফাইনালিস্টদের ৷ কিন্তু অ্যাডিলেড, মেলবোর্নের পর সিডনি টেস্টেও হেরে ডব্লিউটিসি ফাইনালের আশা শেষ হয় ভারতের ৷ অন্যদিকে দশ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছয় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন অজিরা ৷