নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: আপ-প্রধান কেজরিওয়াল, সিসোদিয়ার মতো প্রথম সারির নেতাদের হারের খবরে যখন কার্যত শোকের ছায়া নেমেছে আম আদমি পার্টির অন্দরে, ঠিক তখনই মুখ রক্ষা করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী ৷ যাঁর উপর বরাবরই ভরসা করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ নিজে পদত্যাগ করে তাঁর হাতেই সঁপে দিয়েছিলেন দিল্লির দায়িত্ব ৷
কালকাজি বিধানসভা কেন্দ্রে আপ-বিজেপি-কংগ্রেস ত্রিমুখী লড়াইয়ে গেরুয়া প্রার্থী রমেশ বিধূড়ীকে 3 হাজার 521 ভোটে পরাজিত করলেন আপ নেত্রী অতিশী ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 48.8 শতাংশ ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিতর্কিত বক্তব্যের জন্য খবরের শিরোনামে বারবার স্থান পাওয়া বিজেপির রমেশ বিধূড়ী ৷ তিনি 45.5 শতাংশ ভোট পেয়েছেন ৷ এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বার ঝুলিতে পড়েছে মাত্র 4.11 শতাংশ ভোট ৷ 2015 সাল থেকে এই আসনটিকে দখলে রেখেছে আপ ৷ এবারও তার অন্যথা হল না ৷
2020 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আপ প্রার্থী অতিশী মার্লেনা প্রথম এই আসনটিতে জয়ী হন ৷ সেবার তিনি পেয়েছিলেন 55 হাজার 897 টি ভোট ৷ তাঁর কাছে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী শরমবীর ৷ তিনি পেয়েছিলেন 43 হাজার 927টি ভোট ৷ সেবারও তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী শিবানী চোপড়া ৷ মাত্র 4 হাজার 965টি ভোট পড়েছিল তাঁর ঝুলিতে ৷
কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন 2023 সালের 26 ফেব্রুয়ারি আবগারি দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ এরপর 28 ফেব্রুয়ারি ইস্তফা দেন মন্ত্রী সিসোদিয়া ৷ তাঁর হাতে দিল্লি শিক্ষা-সহ একাধিক দফতর ছিল ৷ তাই তিনি পদত্যাগ করার পর অতীশি ও সৌরভ ভরদ্বাজকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ দিল্লির শিক্ষা, জল-সহ একাধিক দফতরের দায়িত্ব বর্তায় অতিশীর উপর ৷
এরপর 2024 সালের 21 মার্চ আবগারি দুর্নীতিতে ইডি'র হাতে গ্রেফতার হন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ দলের কঠিন সময়ে বারবারই অতিশীকে হাল ধরতে দেখা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বার্তা নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন তিনি ৷
গত বছরের 13 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল ৷ কারাবাসে থাকাকালীনও তিনি মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন ৷ কিন্তু জামিনে মুক্ত হয়ে কেজরিওয়াল ঘোষণা করেন, "কেজরিওয়াল সৎ বলে মানুষ রায় দেওয়া-না পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না ৷" কথা রেখে দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন কেজরিওয়াল ৷ তাঁর উত্তরসূরি হিসাবে বেছে নিয়েছিলেন অতিশীকেই ৷ 23 সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন অতিশী ৷ আজ তিনি কেজরিওয়ালের মুখ রাখলেন ৷