হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: গতবছর অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের জন্য সেরা বছর বলা যেতে পারে। রূপোলি পর্দায় বাবলি থেকে আলাপ, শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবলে থেকে বহুরূপী উপহার দিয়েছেন আবির। এবার তাঁর অভিনীত ছবি 'ডিপফ্রিজ' জায়গা করে নেয় তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025-এ । সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় 'ডিম্পল' বয় ।
এদিন সাক্ষাৎকারে প্রথমেই উঠে আসে অর্জুন দত্ত পরিচালিত ডিপফ্রিজ সিনেমার নেপথ্যের গল্প । তিনি বলেন, "অর্জুন আমার সঙ্গে অনেকদিন ধরেই কাজ করতে চাইছিল। আমাকে ও ডিপফ্রিজের গল্প শুনিয়েছে অনেকদিন আগে । কিন্তু ছবিটা করা হয়ে উঠছিল না। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে এই সিনেমা শেষ হয়। তবে এখন পর্যন্ত সিনেমা জনসাধারণের জন্য মুক্তি পায়নি । এখনও পর্যন্ত সিনেমাটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরছে, প্রশংসিত হচ্ছে । এখানে এল। দেখা যাক, কবে প্রেক্ষাগৃহে আসে।
তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে এসে তেলুগু ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা । জানালেন এখানকার ছবি কীভাবে আন্তর্জাতিক স্তরে দর্শকদের মন জয় করে নিচ্ছে, তা বাংলার পরিচালক-প্রযোজকদের শেখা উচিত। পাশাপাশি তিনি এও জানান, হায়দরাবাদের মতো জায়গায় যেখানে লাখো বাঙালির বাস, সেখানে বাংলা সিনেমার মুক্তি খুবই কম। কোথায় খামতি, সেই দিকেও নজর দেওয়া দরকার।
এদিন অভিনেতা নিজের ব্যক্তিগত জীবন নিয়েও অকপটে কথা বলেন । ভালোবাসার সপ্তাহ চলছে। স্ত্রী নন্দিনীকে তিনি কী উপহার দেন ? কীভাবে জাহির করেন নিজের ভালোবাসার ? দাম্পত্য সম্পর্ক অটুট রাখতে কী টিপস দেবেন ? ইত্যাদি নানা বিষয়ে খোলাখুলি উত্তর আবিরের। টলিউডের 'হার্টথ্রব' তিনি। মেয়ে ময়ুরাক্ষীর বন্ধুরা কি অভিনেতা আবিরের ক্রাশ ? ইটিভি ভারতের সামনে খোলসা করলেন পুরোটা ৷
নিজামের শহরে দাড়িয়ে যখন বাংলা সিনেমার উৎসব উদযাপন হচ্ছে, তখন বাংলা সিনেমার শ্রীক্ষেত্র টলিউডে অচলাবস্থা। পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে বন্ধ বেশ কিছু পরিচালকের শুটিংয়ের কাজ। তবে শনিতে পুরনো ছন্দে ফিরেছে টলিউড ৷ শুক্রবার সন্ধ্যায়, অভিনেতা আবির বলেন, "বাংলা সিনেমা জগতে সমস্যা, কাজ বন্ধ এটা আখেরে ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট করছে। সমস্যা যাই হোক না কেন, তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে । কোনওভাবেই শুটিং বন্ধ হওয়া কাম্য নয়।"
প্রসঙ্গত, কিছুদিন আগেই সারেগামাপা রিয়েলিটি শোয়ের শুটিং শেষ করেছেন আবির। আগামী মাস থেকেই তিনি ব্যস্ত হয়ে পড়বেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরবর্তী ছবির শুটিং নিয়ে। ছবির নাম না-বলতে চাইলেও অনুমান করা যায় ফের একবার আইজি পঙ্কজ সিনহা হিসেবে দর্শক দরবারে আসতে চলেছেন 'ডিম্পল বয়' । শুরু হতে চলেছে রক্তবীজ 2 ছবির শুটিংও ৷