ETV Bharat / bharat

মদ-টাকায় ভেসে যাওয়াতে পরাজয়, দিল্লি হারে কেজরিকেই দুষলেন আন্না হাজারে - DELHI ELECTIONS 2025

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে নষ্ট হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি ৷ তাই মানুষ সমর্থন করেনি তাঁকে, অভিযোগ আন্না হাজারের ৷

Arvind Kejriwal with Anna Hazare
আন্দোলন মঞ্চে আন্না হাজারের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2025, 3:56 PM IST

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: কংগ্রেস জমানায় যে দুর্নীতির বিরুদ্ধে অনশন-লড়াইয়ে সামিল হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, সেই নীতি থেকে দূরে সরে গিয়েছেন তিনি ৷ তার ফলেই এমন পরাজয় ৷ মদ বিক্রির দোকান দেওয়া এবং সেখান থেকে আসা বিপুল অর্থে ভেসে গিয়েছেন তিনি, জানালেন একসময় আন্দোলনের সঙ্গী আন্না হাজারে ৷ তাঁর কথা শোনেননি কেজরিওয়াল, আক্ষেপ ঝরে পড়ল প্রবীণ সমাজকর্মীর গলায় ৷

শনিবার বেলা গড়াতেই বোঝা যাচ্ছিল গেরুয়া ঝড়ে ধরাশায়ী আম আদমি পার্টি ৷ দিল্লির মসনদের দখল নিতে চলেছে বিজেপি ৷ এদিন দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই সাংবাদিকরা একসময় কেজরিওয়ালের আন্দোলনের সঙ্গী সমাজকর্মী আন্না হাজারেকে এই হারের কারণ নিয়ে প্রশ্ন করেন ৷ প্রবীণ সমাজকর্মী হাজারে জানান, দলের নেতাদের তাঁদের চরিত্রের দিকে তাকাতে হবে ৷ আপ মদ ও টাকার মধ্যে জড়িয়ে গিয়েছিল ৷ এর ফলে দিল্লির জনমানসে কেজরিওয়ালের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে ৷ তাতেই মানুষের সমর্থন হারিয়েছে দল ৷

প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে জোর দিয়ে জানান, রাজনৈতিক প্রার্থীদের চরিত্র অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে ৷ সেই পরিচ্ছন্নতার ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷ তিনি বলেন, "একদিকে আপ চরিত্রের কথা বলছে, অন্যদিকে তারাই মদের সঙ্গে জড়িয়ে গেলেন ৷ এতেই কেজরিওয়ালের সম্পর্কে মানুষের ধারণা বদলেছে ৷"

2011 সালে দ্বিতীয় ইউপিএ জমানায় কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে যে আন্দোলন শুরু হয়েছিল, তার নেতৃত্ব দেন আন্না হাজারে ৷ রামলীলা ময়দানে 13 দিন ধরে লাগাতার অনশন করেন তিনি ৷ তাঁর এই দুর্নীতি বিরোধী আন্দোলন আন্না আন্দোলন বলে খ্যাত ৷ দুর্নীতিমুক্ত ভারত গড়ার আন্দোলনের মঞ্চে দেখা গিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল ও আন্না হাজারেকে ৷ পরে এই আন্দোলন থেকেই জন্ম নেয় আম আদমি পার্টি (আপ) ৷ এরপর অবশ্য আন্না হাজারেকে তেমনভাবে নজরে পড়েনি ৷

সময়ের সঙ্গে সঙ্গে দিল্লির মসনদে পরিবর্তন হয় ৷ সরকার গঠন করে কেজরিওয়ালের আপ ৷ মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর জমানাতেই আপ সরকারের বিরুদ্ধে আবগারি দুর্নীতির কথা সামনে আসে ৷ একে একে গ্রেফতার হন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷ একাধিক বার হাজিরা এড়িয়ে 2024 সালের 21 মার্চ নিজের সরকারি বাসভবন থেকে গ্রেফতার হন আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ পরে অবশ্য তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: কংগ্রেস জমানায় যে দুর্নীতির বিরুদ্ধে অনশন-লড়াইয়ে সামিল হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, সেই নীতি থেকে দূরে সরে গিয়েছেন তিনি ৷ তার ফলেই এমন পরাজয় ৷ মদ বিক্রির দোকান দেওয়া এবং সেখান থেকে আসা বিপুল অর্থে ভেসে গিয়েছেন তিনি, জানালেন একসময় আন্দোলনের সঙ্গী আন্না হাজারে ৷ তাঁর কথা শোনেননি কেজরিওয়াল, আক্ষেপ ঝরে পড়ল প্রবীণ সমাজকর্মীর গলায় ৷

শনিবার বেলা গড়াতেই বোঝা যাচ্ছিল গেরুয়া ঝড়ে ধরাশায়ী আম আদমি পার্টি ৷ দিল্লির মসনদের দখল নিতে চলেছে বিজেপি ৷ এদিন দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই সাংবাদিকরা একসময় কেজরিওয়ালের আন্দোলনের সঙ্গী সমাজকর্মী আন্না হাজারেকে এই হারের কারণ নিয়ে প্রশ্ন করেন ৷ প্রবীণ সমাজকর্মী হাজারে জানান, দলের নেতাদের তাঁদের চরিত্রের দিকে তাকাতে হবে ৷ আপ মদ ও টাকার মধ্যে জড়িয়ে গিয়েছিল ৷ এর ফলে দিল্লির জনমানসে কেজরিওয়ালের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে ৷ তাতেই মানুষের সমর্থন হারিয়েছে দল ৷

প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে জোর দিয়ে জানান, রাজনৈতিক প্রার্থীদের চরিত্র অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে ৷ সেই পরিচ্ছন্নতার ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷ তিনি বলেন, "একদিকে আপ চরিত্রের কথা বলছে, অন্যদিকে তারাই মদের সঙ্গে জড়িয়ে গেলেন ৷ এতেই কেজরিওয়ালের সম্পর্কে মানুষের ধারণা বদলেছে ৷"

2011 সালে দ্বিতীয় ইউপিএ জমানায় কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে যে আন্দোলন শুরু হয়েছিল, তার নেতৃত্ব দেন আন্না হাজারে ৷ রামলীলা ময়দানে 13 দিন ধরে লাগাতার অনশন করেন তিনি ৷ তাঁর এই দুর্নীতি বিরোধী আন্দোলন আন্না আন্দোলন বলে খ্যাত ৷ দুর্নীতিমুক্ত ভারত গড়ার আন্দোলনের মঞ্চে দেখা গিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল ও আন্না হাজারেকে ৷ পরে এই আন্দোলন থেকেই জন্ম নেয় আম আদমি পার্টি (আপ) ৷ এরপর অবশ্য আন্না হাজারেকে তেমনভাবে নজরে পড়েনি ৷

সময়ের সঙ্গে সঙ্গে দিল্লির মসনদে পরিবর্তন হয় ৷ সরকার গঠন করে কেজরিওয়ালের আপ ৷ মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর জমানাতেই আপ সরকারের বিরুদ্ধে আবগারি দুর্নীতির কথা সামনে আসে ৷ একে একে গ্রেফতার হন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷ একাধিক বার হাজিরা এড়িয়ে 2024 সালের 21 মার্চ নিজের সরকারি বাসভবন থেকে গ্রেফতার হন আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ পরে অবশ্য তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.