কলকাতা, 5 জানুয়ারি: সিপিএমে নাকি তরুণদের জোয়ার ! পক্বকেশের বদলে জায়গা করে নিচ্ছেন তরুণরা ! কিন্তু, শীর্ষ নেতৃত্বের এই দাবিকে মিথ্যা বলে খারিজ করছেন দলেরই একাংশ ৷ তাঁদের দাবি, কলকাতায় দলীয় সংগঠনের দিকে তাকালেই বোঝা যায় এই দাবি ঠিক নয় ৷
সিপিএমের কলকাতা জেলা সম্মেলনের খসড়া বলছে, 2024 সালে 31 বছর বা তার থেকে কম বয়সে দলের সদস্য পদ নিয়েছেন মাত্র 46 জন ৷ তার আগের দুটি বছরের পরিসংখ্যান যথাক্রমে 140 ও 96 ৷ অথচ কলকাতা প্লেনামে দাবি করা হয়েছিল, তরুণ সদস্যের হার 20 শতাংশ বেড়েছে ৷ সিপিএমের একাংশের অভিযোগ, রাজ্য নেতৃত্ব সেভাবে তরুণদের কথাই শোনে না ৷ কলকাতা জেলা সম্মেলনে কথা উঠছে তাঁদের গড়িমসি-মানসিকতা নিয়েও ৷
সিপিএম কলকাতা জেলা কমিটির এক নেতা পার্টির রাজনৈতিক-সাংগঠনিক খসড়া প্রতিবেদনের উল্লেখ করে বলেন, "পার্টিতে অন্তর্ভুক্তির প্রশ্নে আমাদের আরেকটি দুর্বলতা কমবয়সিদের অন্তর্ভুক্তি ৷ 18-31 বছর বয়সিদের হার জনসংখ্যার প্রায় 36 শতাংশ ৷ আমাদের পার্টি সদস্যদের মধ্যে এদের সংখ্যা খুব কম ৷ 2015-র প্লেনামের নির্দেশে বলা হয়েছিল যে, এই অংশের মধ্যে অন্তত 20 শতাংশ সদস্যকে আনতে হবে ৷ প্লেনামের সময় সেই হার ছিল 4.6 শতাংশ ৷ কিন্তু, বর্তমানে তা 4.3 শতাংশ এসে ঠেকেছে ৷ "
সূত্রের আরও দাবি, "খসড়ার 44 নম্বর পাতায় বলা হয়েছে, 31 বছরের কম বয়সিদের যাঁদের পার্টিতে আনা হয়েছে, তাঁরা মূলত মধ্যবিত্ত শ্রেণি থেকে এসেছেন ৷ সেখানে গরিব, শ্রমজীবী শ্রেণির প্রতিনিধির সংখ্যা খুবই কম ৷ 31 বছরের নীচে যে সব সদস্যরা পার্টিতে আছেন, তাঁদের মধ্যে শ্রমিক শ্রেণির হার মাত্র 12 শতাংশ ৷ পুরো পার্টিতে শ্রমিক শ্রেণির যে শতাংশ, তার থেকে এর হার অনেকটাই কম ৷
পাশাপাশি, সিপিএমের কলকাতা জেলা সংগঠনে মহিলা সদস্যদের হারও খুবই কম বলে অভিযোগ ৷ ওই সূত্র দাবি করেছে, 2022, 2023 ও 2024 সালের তথ্য অনুযায়ী, 31 বছরের নীচে পার্টি সদস্যদের মধ্যে মহিলাদের শতাংশ যথাক্রমে 25, 23, 24 ৷ পার্টিতে মহিলাদের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেও এই তথ্য সন্তোষজনক নয় ৷
অথচ, সিপিএমের 23তম পার্টি কংগ্রেসে বলা হয়েছিল, তরুণ প্রজন্ম যাতে দলের প্রতি আকর্ষিত হয় সেই চেষ্টা করতে হবে ৷ সোশাল মিডিয়ার যুগে নতুন প্রজন্মকে কাছে টানতে 'টুম্পা সোনা' থেকে শুরু করে, একাধিক প্যারোডি গান এবং নানান রিলও পোস্ট করা হয় ৷ তবু কেন্দ্র-রাজ্য, দুই সরকারের বিরুদ্ধে বেকারত্ব, দুর্নীতি-সহ নানা বিভাজনের মতো বড় ইসুগুলোকে সঠিকভাবে কাজে লাগানো যায়নি বলে মনে করছেন দলের নেতাদের একটা বড় অংশ।
সূত্রের দাবি, 2022, 2023 ও 2024 সালে 31 বছরের নীচে পার্টির সদস্যর সংখ্যা যথাক্রমে 380, 133 ও 61 জন ৷ শতাংশের হিসেবে যথাক্রমে 30, 24 ও 26 ৷ ফলে সিপিএমের অন্দরেই প্রশ্ন উঠেছে, 23তম পার্টি কংগ্রেসের পর সদস্যরা কী করলেন ? 31 বছরের নীচে সদস্য বাড়ানোর প্রশ্নে খুব তাড়াতাড়ি যে উন্নতি করা যাবে সেই সম্ভাবনাও সেভাবে দেখা যাচ্ছে না ৷ কারণ নতুন যাঁদের পার্টিতে আনা হচ্ছে, তাঁদের মধ্যে একত্রিশের নীচে আসা সদস্যের সংখ্যা বেশ কম ৷
উত্তর কলকাতার এক সিপিএম নেতা বলেন, "এই সংখ্যা কাঙ্খিত অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে খুবই কম ৷ আগামিদিনে কম বয়সিদের পার্টিতে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের দুর্বলতা কাটাতে হবে ৷ এর জন্য কী পরিকল্পিত উদ্যোগ নেওয়া যেতে পারে, তা আমাদের ভাবতে হবে ৷"
অন্যদিকে, ভবনীপুরের সিপিএম নেতাদের একাংশ সম্মেলনের রিপোর্ট সংবাদমাধ্যমের কাছে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁরা জানতে চান, কীভাবে বাইরে গেল এই খসড়া ? ঠিক তেমনি, ধারাবাহিকভাবে সংগঠনের অবক্ষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কসবা এলাকার নেতারাও ৷ তাঁদের বক্তব্য, "ধারাবাহিক অবক্ষয় আগে থেকেই কেন সামলানো যায়নি ? সব দায় এখনকার নেতাদের উপর চাপিয়ে দিলে চলবে না ৷"
তবে, এবারের সম্মেলন নিয়ে নির্দেশিকায় বলা হয়েছে, এরিয়া কমিটিত 50 বছরের নীচে যাঁরা থাকবেন, তাঁদের মধ্যে 31 বছর বয়স পর্যন্ত এক জন সদস্য থাকতে হবে ৷ অর্থাৎ, দু’শো জন পর্যন্ত দলীয় সদস্য হলে এক জন ও তার বেশি হলে দু’জনের বয়স হতে হবে 31 বা তার কম ৷ 40 বছর বয়সি সদস্যকেও এরিয়া কমিটিতে রাখতে হবে ৷