ETV Bharat / bharat

কেজরির মুখোমুখি আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র- নিউ দিল্লি আসনে তারকা-সংঘাত - DELHI ASSEMBLY ELECTIONS 2025

দিল্লি বিধানসভা নির্বাচনে টানটান লড়াই হবে নিউ দিল্লি আসনে ৷ এখানে এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেরা ৷

Delhi Assembly Elections 2025
দিল্লি বিধানসভা নির্বাচন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 5:53 PM IST

দিল্লি, 5 জানুয়ারি: পরের মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে পারে ৷ এর মধ্যে বিজেপি, কংগ্রেস এবং শাসকদল আপ তাদের প্রার্থি তালিকা প্রকাশ করতে শুরু করেছে ৷ নির্বাচন ঘিরে দিল্লির হাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে ৷

এই কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সন্দীপ দীক্ষিত ৷ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে ৷ অন্যদিকে, এই আসনে বিজেপি প্রার্থী করেছে দিল্লির আরেক মুখ্যমন্ত্রী সজীব সিং বার্মার ছেলে প্রাক্তন সাংসদ পরবেশ বার্মাকে ৷ সন্দীপ দীক্ষিতের মা শীলা দীক্ষিত 15 বছর ধরে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রটি নিজের দখলে রেখেছিলেন ৷ এদিকে, পরবেশ বর্মা নিজে একবার বিধায়ক হয়েছেন ৷ দু'দুবার সাংসদ ছিলেন ৷

উল্লেখ্য, নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে এ পর্যন্ত মোট 7 বার ভোট হয়েছে। প্রথমবার জিতেছিলেন বিজেপি প্রার্থী কীর্তি আজাদ ৷ এখন তিনি তৃণমূলের সাংসদ। এছাড়া কংগ্রেস ও আপ এই আসনটি তিন-তিন বার দখলে রাখতে সক্ষম হয়েছিল ৷ শেষবার অরবিন্দ কেজরিওয়ালের কাছে 21 হাজারেরও বেশি ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থী সুনীল যাদব ৷ অন্যদিকে, জামানত বাজেয়াপ্ত হয়েছিল কংগ্রেস প্রার্থীর ৷

2013 সালের বিধানসভা নির্বাচনে আপ প্রথম ভোটের রাজনীতিতে অংশ নেয় ৷ এই নিউ দিল্লি কেন্দ্র থেকেই শীলা দীক্ষিতের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ ফলাফলে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল ৷ 25,864 ভোটে পরাজিত হয়েছিলেন শীলা দীক্ষিত ৷ কেজরিওয়াল পেয়েছিলেন 44,269 ভোট ৷ আর শীলা দীক্ষিতের ঝুলিতে পড়ছিল মাত্র 18,405 ভোট ৷ বিজেপি প্রার্থী বিজেন্দ্র গুপ্তা ছিলেন তৃতীয় স্থানে ৷ তিনি পেয়েছিলেন 17 হাজার 52টি ভোট ৷

এরপর 2015 সালের নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল 31,583 ভোটে পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী নূপুর শর্মাকে ৷ কংগ্রেস প্রার্থী কিরণ ওয়ালিয়া পেয়েছিলেন মাত্র 4,781 ভোট ৷ তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিল ৷

নিউ দিল্লি বিধানসভা আসনে প্রথম ভোট হয়েছিল 1993 সালে ৷ সেই সময় প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছিল বিজেপি ৷ তিনি জয়ী হন এবং দিল্লিতে বিজেপি সরকার গঠিত হয় ৷ 1998 সালে কংগ্রেসের শীলা দীক্ষিত এই আসন থেকে জয়ী হন ৷ তিনি পরপর তিনবার অর্থাৎ 2003 সাল, 2008 সালেও এই আসনে জয়ী হন ৷

দিল্লি, 5 জানুয়ারি: পরের মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে পারে ৷ এর মধ্যে বিজেপি, কংগ্রেস এবং শাসকদল আপ তাদের প্রার্থি তালিকা প্রকাশ করতে শুরু করেছে ৷ নির্বাচন ঘিরে দিল্লির হাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে ৷

এই কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সন্দীপ দীক্ষিত ৷ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে ৷ অন্যদিকে, এই আসনে বিজেপি প্রার্থী করেছে দিল্লির আরেক মুখ্যমন্ত্রী সজীব সিং বার্মার ছেলে প্রাক্তন সাংসদ পরবেশ বার্মাকে ৷ সন্দীপ দীক্ষিতের মা শীলা দীক্ষিত 15 বছর ধরে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রটি নিজের দখলে রেখেছিলেন ৷ এদিকে, পরবেশ বর্মা নিজে একবার বিধায়ক হয়েছেন ৷ দু'দুবার সাংসদ ছিলেন ৷

উল্লেখ্য, নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে এ পর্যন্ত মোট 7 বার ভোট হয়েছে। প্রথমবার জিতেছিলেন বিজেপি প্রার্থী কীর্তি আজাদ ৷ এখন তিনি তৃণমূলের সাংসদ। এছাড়া কংগ্রেস ও আপ এই আসনটি তিন-তিন বার দখলে রাখতে সক্ষম হয়েছিল ৷ শেষবার অরবিন্দ কেজরিওয়ালের কাছে 21 হাজারেরও বেশি ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থী সুনীল যাদব ৷ অন্যদিকে, জামানত বাজেয়াপ্ত হয়েছিল কংগ্রেস প্রার্থীর ৷

2013 সালের বিধানসভা নির্বাচনে আপ প্রথম ভোটের রাজনীতিতে অংশ নেয় ৷ এই নিউ দিল্লি কেন্দ্র থেকেই শীলা দীক্ষিতের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ ফলাফলে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল ৷ 25,864 ভোটে পরাজিত হয়েছিলেন শীলা দীক্ষিত ৷ কেজরিওয়াল পেয়েছিলেন 44,269 ভোট ৷ আর শীলা দীক্ষিতের ঝুলিতে পড়ছিল মাত্র 18,405 ভোট ৷ বিজেপি প্রার্থী বিজেন্দ্র গুপ্তা ছিলেন তৃতীয় স্থানে ৷ তিনি পেয়েছিলেন 17 হাজার 52টি ভোট ৷

এরপর 2015 সালের নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল 31,583 ভোটে পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী নূপুর শর্মাকে ৷ কংগ্রেস প্রার্থী কিরণ ওয়ালিয়া পেয়েছিলেন মাত্র 4,781 ভোট ৷ তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিল ৷

নিউ দিল্লি বিধানসভা আসনে প্রথম ভোট হয়েছিল 1993 সালে ৷ সেই সময় প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছিল বিজেপি ৷ তিনি জয়ী হন এবং দিল্লিতে বিজেপি সরকার গঠিত হয় ৷ 1998 সালে কংগ্রেসের শীলা দীক্ষিত এই আসন থেকে জয়ী হন ৷ তিনি পরপর তিনবার অর্থাৎ 2003 সাল, 2008 সালেও এই আসনে জয়ী হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.