Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় আক্ষেপের সুর তৃতীয় লিঙ্গের মানুষদের - লক্ষ্মীপুজো
🎬 Watch Now: Feature Video
ওদের ঘরেও লক্ষ্মী আসে । এই লক্ষ্মীপুজো ওদেরও ৷ সমাজের অন্য লক্ষ্মীদের লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমায় বোলপুরের তৃতীয় লিঙ্গের মানুষেরা আয়োজন করলেন ধন ও সম্পদের দেবীর আরাধনার ৷ সরকার, শীর্ষ আদালত তাঁদের স্বীকৃতি দিলেও সমাজর বড় অংশই এখনও মেনে নিতে পারেনি এই প্রান্তিক শ্রেণির মানুষদের৷ বিষয়টিতে যথেষ্ট আক্ষেপ রয়েছে তৃতীয় লিঙ্গের এই প্রতিনিধিদের ৷ তাই লক্ষ্মীপুজোর মধ্য দিয়ে তাঁরা সমাজকে বার্তা দিতে চেয়েছেন৷ তাঁরাও চান এ সমাজ তাঁদের আপন করে নিক, তাঁরাও মাথা তুলে সহ-নাগরিকদের পাশে হাঁটতে চান ৷