হায়দরাবাদ, 19 ডিসেম্বর: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তিনি একজন সফল ক্রিকেটার ছিলেন ৷ বুধবার অর্থাৎ 18 তারিখ বর্ডার-গাভাসকার ট্রফি ম্যাচের থার্ড টেস্ট খেলার পরেই সাংবাদিক বৈঠক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন ৷ ক্রিকেটপ্রেমী হিসাবে অশ্বিনকে বিদায় ও আগামীর শুভেচ্ছা জানিয়েছেন রণবীর সিং থেকে অনুষ্কা শর্মা ৷
অভিনেত্রী তথা বিরাটপত্নী অনুষ্কা ইন্সটাগ্রাম স্টোরিতে অশ্বিনের পারফর্ম্যান্স নিয়ে কথা বলেন ও তাঁকে আগামী শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান ৷ তিনি একটি অশ্বিনের কেরিয়ারের হাইলাইটের ভিডিয়ো পোস্ট করেন ৷ ক্যাপশনে লেখেন, "আর অশ্বিন, আ লাস্টিং লিগেসি ৷"
অভিনেতা রণবীর সিং ইন্সটাগ্রামে লেখেন, "সর্বশ্রেষ্ঠ একজন খেলোয়াড় ৷ ধন্যবাদ ক্রিকেটের মাঠে সুন্দর স্মৃতি তৈরি করে দেওয়ার জন্য ৷" পাশাপাশি অর্জুন কাপুর মন ছুঁয়ে যাওয়া এক পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, "সেই মানুষটার প্রতি যিনি একাধিক মুহূর্ত দিয়েছেন উদযাপন করার জন্য , একাধিক ম্যাচ উপহার দিয়েছেন মনে রাখার মতো ৷ তিনি ভারতের গর্ব যা কখনও কেউ ভুলবে না ৷"
অন্যদিকে, নুকুল মেহতাও ক্রিকেটার অশ্বিনকে শুভেচ্ছা জানান আগামীর ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অশ্বিনের প্রভাব থাকবে সবসময়, জানান নুকুল ৷ তিনি লেখেন, "ক্যারাম বল মায়েস্ত্রো যুগের সমাপ্তি ৷" এরপেরই স্মৃতি রোমন্থনে অশ্বিনের চিপকে খেলার নানা মুহূর্ত তুলে ধরেন নুকুল ৷
2011 সালে ক্রিকেট দুনিয়ায় পা রাখেন অশ্বিন ৷ 537 উইকেট নিয়ে তিনি ভারতের সেকেন্ড-মোস্ট সাকসেসফুল টেস্ট বোলারের জায়গা দখল করেছেন ৷ তার অবদান, বিশেষ করে ভারতের 2017-2019 টেস্ট জয় এবং 2020-21 বর্ডার-গাভাস্কার ট্রফির সময় তাঁর খেলা মনে রাখবে দেশ ৷