KK Demise : কলকাতায় পৌঁছল শোকাহত কেকে'র পরিবার, আজই ময়নাতদন্ত - KK Demise
🎬 Watch Now: Feature Video
মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে অসুস্থ হন কে কে (KK Demise) ৷ তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয় ৷ আজ, বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে মুম্বই থেকে এসে পৌঁছলেন কেকে-র পরিবার ৷ সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী এবং মেয়ে কলকাতা বিমানবন্দরে নামেন সকাল 9টা নাগাদ ৷ এরপর সোজা বেরিয়ে যান হাসপাতালের উদ্দেশে ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তাঁরা ৷
Last Updated : Jun 1, 2022, 11:46 AM IST
TAGGED:
KK Demise