Afghanistan Resident Murder in Durgapur: দুর্গাপুরের বেনাচিতিতে খুন কাবুলিওয়ালা - খুন এক কাবুলিওয়ালা
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুরের বেনাচিতি বাজারের কাইজার লেনের একটি বহুতল বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন বেশ কয়েকজন কাবুলিওয়ালা (Afghanistan Resident Murder in Durgapur) । তাঁদের মধ্যে বছর বাষট্টির আজম খান নামের এক কাবুলিওয়ালা শুক্রবার রাতে খুন হল (Kabuliwala Muder in Durgapur)। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ (Durgapur Police) এসে বাড়ির তালা ভেঙে আসম খানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই পলাতক ওই কাবুলিওয়ালার রাঁধুনি। তার বাড়ি বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকায়, বলে সূত্রের খবর। ঘটনায় চাঞ্চল্য বেনাচিতির কাইজার গলি এলাকায়।