ETV Bharat / sports

বাংলা ক্রিকেটারকে কোচের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত নাইট শিবির - WRIDDHIMAN SAHA

চন্দ্রকান্ত পণ্ডিতের বিকল্প খুঁজছে নাইট শিবির ৷ সেই খোঁজেই প্রস্তাব গিয়েছিল বাংলার এক প্রাক্তনীর কাছে ৷ কিন্তু প্রস্তাব ফেরালেন তিনি ৷

WRIDDHIMAN SAHA
আইপিএলে ঋদ্ধিমান সাহা (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 13, 2025, 7:28 PM IST

কলকাতা, 13 জানুয়ারি: চলতি রঞ্জি মরশুমের পরই বর্ণময় কেরিয়ারে ইতি টানবেন তিনি ৷ বিদায় নেবেন সবধরনের ক্রিকেট থেকে ৷ গত নভেম্বরে সোশাল মিডিয়া পোস্টে জানিয়ে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা ৷ ক্রিকেটের সব পর্যায় থেকে অবসরের পর কোচিং নিয়ে ভবিষ্যত পরিকল্পনা করে রেখেছেন 'পাপালি'। মরশুম শেষ হওয়ার আগেই তাঁর কাছে চলে এসেছিল সেই প্রস্তাব ৷ কিন্তু তা ফিরিয়ে দিলেন জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ৷

একসময় যে দলের হয়ে আইপিএল খেলেছেন, অর্থাৎ ঘরের টিম কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচ হওয়ার প্রস্তাব সম্প্রতি এসেছিল ঋদ্ধির কাছে ৷ কিন্তু সেই প্রস্তাব ঋদ্ধি ফিরিয়ে দিয়েছেন বলে খবর ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তরফে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ডেপুটি হওয়ার প্রস্তাব এসেছিল ভারতের হয়ে 40 টেস্ট খেলা ক্রিকেটারের কাছে ৷ কিন্তু এখনই আইপিএল কোচিংয়ের প্রলোভনে পা দিতে নারাজ ঋদ্ধি ৷ তাই নাইটদের কোচ হওয়ার প্রস্তাব তিনি ফিরিয়েছেন বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন স্টাম্পার-ব্যাটার ৷

ঋদ্ধির ঘনিষ্ঠ মহল সূত্রে যা খবর, তাতে ভবিষ্যত পরিকল্পনায় কোচিং থাকলেও তাড়াহুড়োয় রাজি নন তিনি। ক্লাব, রাজ্য পেরিয়ে আইপিএলের দুনিয়ায় ধাপে ধাপে পা ফেলতে চান পাপালি। আসন্ন আইপিএল মরশুমে গৌতম গম্ভীর আর কলকাতা নাইট রাইডার্সর মেন্টরের পদে নেই। ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। নয়া মেন্টর হিসেবে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান ডোয়েন ব্র্যাভো। তবে চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারি খোঁজ চলছে এখনও।

এই অবস্থায় প্রাক্তনীকে দায়িত্ব দিতে চেয়েছিল নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। প্রসঙ্গত কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে চাওয়া ঋদ্ধিমান সাহাকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলও কাজে লাগাতে চায়। ইতিমধ্যে ঋদ্ধিমান জানিয়েছেন এই মরশুমের পরেই বুটজোড়া তুলে রাখবেন। ফলে নতুন ভূমিকায় তাঁর অবতীর্ণ হওয়া কয়েক মাসের অপেক্ষা বলে মনে করা হচ্ছে ৷ কোন মঞ্চে নতুন ভূমিকায় ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষকের অভিষেক হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

কলকাতা, 13 জানুয়ারি: চলতি রঞ্জি মরশুমের পরই বর্ণময় কেরিয়ারে ইতি টানবেন তিনি ৷ বিদায় নেবেন সবধরনের ক্রিকেট থেকে ৷ গত নভেম্বরে সোশাল মিডিয়া পোস্টে জানিয়ে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা ৷ ক্রিকেটের সব পর্যায় থেকে অবসরের পর কোচিং নিয়ে ভবিষ্যত পরিকল্পনা করে রেখেছেন 'পাপালি'। মরশুম শেষ হওয়ার আগেই তাঁর কাছে চলে এসেছিল সেই প্রস্তাব ৷ কিন্তু তা ফিরিয়ে দিলেন জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ৷

একসময় যে দলের হয়ে আইপিএল খেলেছেন, অর্থাৎ ঘরের টিম কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচ হওয়ার প্রস্তাব সম্প্রতি এসেছিল ঋদ্ধির কাছে ৷ কিন্তু সেই প্রস্তাব ঋদ্ধি ফিরিয়ে দিয়েছেন বলে খবর ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তরফে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ডেপুটি হওয়ার প্রস্তাব এসেছিল ভারতের হয়ে 40 টেস্ট খেলা ক্রিকেটারের কাছে ৷ কিন্তু এখনই আইপিএল কোচিংয়ের প্রলোভনে পা দিতে নারাজ ঋদ্ধি ৷ তাই নাইটদের কোচ হওয়ার প্রস্তাব তিনি ফিরিয়েছেন বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন স্টাম্পার-ব্যাটার ৷

ঋদ্ধির ঘনিষ্ঠ মহল সূত্রে যা খবর, তাতে ভবিষ্যত পরিকল্পনায় কোচিং থাকলেও তাড়াহুড়োয় রাজি নন তিনি। ক্লাব, রাজ্য পেরিয়ে আইপিএলের দুনিয়ায় ধাপে ধাপে পা ফেলতে চান পাপালি। আসন্ন আইপিএল মরশুমে গৌতম গম্ভীর আর কলকাতা নাইট রাইডার্সর মেন্টরের পদে নেই। ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। নয়া মেন্টর হিসেবে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান ডোয়েন ব্র্যাভো। তবে চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারি খোঁজ চলছে এখনও।

এই অবস্থায় প্রাক্তনীকে দায়িত্ব দিতে চেয়েছিল নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। প্রসঙ্গত কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে চাওয়া ঋদ্ধিমান সাহাকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলও কাজে লাগাতে চায়। ইতিমধ্যে ঋদ্ধিমান জানিয়েছেন এই মরশুমের পরেই বুটজোড়া তুলে রাখবেন। ফলে নতুন ভূমিকায় তাঁর অবতীর্ণ হওয়া কয়েক মাসের অপেক্ষা বলে মনে করা হচ্ছে ৷ কোন মঞ্চে নতুন ভূমিকায় ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষকের অভিষেক হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.