Muchipara Ganja plant : বাড়ির ভিতরে গাঁজার গাছ, পুলিশি অভিযানে আটক দুই - Muchipara Ganja plant
🎬 Watch Now: Feature Video
বাড়ির ভিতর একাধিক গাঁজা গাছ, পুলিশের কাছে খবর যেতেই অভিযান চালানো হয় । আটক করা হয় দু'জনকে । কাঁকসার মুচিপাড়া সংলগ্ন শিবাজী পার্ক এলাকার একটি বাড়িতে বেশ কিছু গাঁজা গাছ গজিয়ে উঠেছিল(Muchipara Ganja plant)। মঙ্গলবার সকালে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে । দুপুরে খবর পায় কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ । ওই বাড়িতে পুলিশ পৌঁছনোর আগেই সেই গাঁজা গাছ সরিয়ে ফেলে বাড়ির লোকজন । পুলিশের চাপে পড়ে বাড়ির পাশ থেকে উদ্ধার হয় গাঁজা গাছগুলি । পুলিশ গাঁজা গাছগুলি-সহ ওই পরিবারের দুই যুবককে আটক করেছে ।
TAGGED:
Muchipara Ganja plant