দেবানন্দপুরে মাছের মেলা , মিলছে ১০ - ৩০ কিলো ওজনের মাছ - দেবানন্দপুর
🎬 Watch Now: Feature Video
হুগলির দেবানন্দপুরের কেষ্টপুরে শুরু হয়েছে উত্তরণ মেলা । বর্তমানে তা মাছের মেলা হিসাবেই বেশি খ্যাত । 1 মাঘ থেকে শুরু হয়েছে এই মেলা । ইলিশ, চিংড়ি থেকে শুরু করে চিতল, বোয়াল, শংকর - কী নেই সেখানে ! মাছগুলিও প্রমাণ মাপের । যা কিনতে দূর-দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন ক্রেতারা ।