আলুর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বরানগরে প্রতিবাদ BJP-র - kolkata
🎬 Watch Now: Feature Video
আলু-সহ অন্যান্য সবজির অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল BJP । রবিবার বরানগর বাজারে কলকাতা সহ উত্তর শহরতলীর জেলা BJP-সহ সভাপতি রাজীব মিশ্রর নেতৃত্বে পথে নামল BJP কর্মীরা । এদিন 20 কেজি দরে সাধারণ মানুষের জন্য দশ বস্তা আলু বিক্রি করা হয় ৷ BJP-র তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তারা সস্তায় সাধারণ জনগণকে আলু বিক্রি করবে । এভাবেই তারা সরকারি উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে ।