Municipality By poll উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে - বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তী
🎬 Watch Now: Feature Video
আসানসোল পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে (Municipal Corporation By Poll) ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তীর বিরুদ্ধে (Allegations of Influencing Voters Against BJP Candidate) ৷ তৃণমূলের পোলিং এজেন্ট এই অভিযোগ করেছেন ৷ খবর পেয়ে ভোট কেন্দ্রে যায় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ ৷ তাঁরা ওই ওয়ার্ডের প্রতিটি বুথ পরিদর্শন করেন ৷ কোথাও অকারণ জমায়েত দেখলে তা সরিয়েও দিতে দেখা যায় পুলিশ কর্মীদের ৷ তবে, 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পাল্টা শাসকদলের বিরুদ্ধে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ এনেছেন ৷ তাঁর দাবি, শনিবার রাত থেকে এলাকায় তৃণমূলের বাইকবাহিনী ঘুরছে ৷ ভোটারদের ভয় দেখাতেই তৃণমূল এ কাজ করছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তী (BJP Candidate Srideep Chakraborty) ৷