মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের প্রতিবাদে উত্তাল নদিয়া - west bengal assembly election 2021

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 11, 2021, 10:08 PM IST

গতকাল নন্দীগ্রাম থেকে ফেরার পথে পায়ে চোট পেয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর আহত হওয়ার পিছনে তিনি দায়ি করেন বিজেপিকেই ৷ তাঁর আক্রান্ত হওয়ার প্রতিবাদে গতকাল রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে টায়ার জ্বালিয়ে , প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ আজ নদিয়া জেলায় নরেন্দ্র মোদি , অমিত শাহ-র কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা ৷ পাশাপাশি কোনও কোনও পোস্টারে লেখা 'ছাগল দিয়ে বাঘিনীর শিকার হয় না' আবার কোনও পোস্টারে লেখা ' জবাব দেবে বাংলার মানুষ,হবি তোরা বেঁহুশ' ৷ রানাঘাট , শান্তিপুর ,কৃষ্ণনগর সহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখান সমর্থকরা ৷ রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পবিত্র কুমার ব্রহ্ম জানান, " আমাদের নেত্রীর উপর হামলা করার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি ৷ প্রধানমন্ত্রীর নির্দেশেই এই ঘৃণ্য কাজ করা হয়েছে ৷ "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.