Construction of Wall in Playground : খেলার মাঠ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের - durgapur news
🎬 Watch Now: Feature Video
খেলার মাঠ দখল করে প্রাচীর দেওয়ার কাজ করছে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী (NVF) ৷ তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের রাতুড়িয়ার গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ দেখানোয় বন্ধ হয়ে যায় কাজ (durgapur news) । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোকওভেন থানার পুলিশ ৷ কিন্তু পুলিশকে ঘিরে ধরেও প্রবল বিক্ষোভ শুরু করে দেয় গ্রামবাসীরা ৷ অবিলম্বে কাজ বন্ধ করে দেওয়ার দাবি তোলেন তাঁরা । এরপর পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ও ঘটনাস্থলে আসেন ৷ কয়েক ঘণ্টা পর পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য সরকারের জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর কমানড্যান্ট ইনচার্জ কল্যাণ সরকার । গোটা ঘটনায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন রয়েছে রাতুড়িয়া এলাকায় ।