বাবুঘাটে পুণ্যার্থীদের জন্য এলাহি ভোজ - বাবুঘাটে এলাহি ভোজনের ব্যবস্থা
🎬 Watch Now: Feature Video
গঙ্গাসাগরে যখন পুণ্যস্থান শেষ । কিন্তু তখনও বাবুঘাটে চলছে এলাহি ভোজনের ব্যবস্থা । দেশের বিভিন্ন রাজ্য থেকে যেসব পুণ্যার্থী এসেছেন অথচ গঙ্গাসাগরে পৌঁছতে পারেননি তাদের জন্য আজও এলাহি খাবারের আয়োজন করেছে বিভিন্ন সংস্থা । সকালের খাবারে ছিল পুরি, সবজি, লাড্ডু, চা, বিস্কুট । দুপুরের খাবারে আয়োজন করা হয় ভাত, আটার লুচি, তরকারি, ডাল, মিহিদানা, গজার । বিকেল এবং রাতে নিরামিষ খাবারের গন্ধে ম ম করেছে বাবুঘাট সংলগ্ন এলাকা । সাধু-সন্তরা যেমন পাত পেড়ে খাচ্ছেন তেমনই সাধারণ মানুষের লাইনও ছিল চোখে পড়ার মত ।