"মমতার দল থেকে নেতা ধার নিতে হচ্ছে", বিজেপিকে আক্রমণ কাকলির - Kakoli Ghosh Dastidar
🎬 Watch Now: Feature Video
তাদের দলে নেতা নেই । তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে নেতা ধার নিতে হচ্ছে । বিজেপিকে আক্রমণ করে একথা বললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । একইসঙ্গে শুভেন্দু অধিকারীর নাম না করে আজ তৃণমূল ভবন থেকে তৃণমূল এই সাংসদ বলেন, "কিছু কিছু নেতা আছেন যাঁরা অনেক করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে । সেই বিপুল অবৈধ অর্থ উপার্জনকারী কিছু নেতাকে ভয় দেখিয়ে নিজেদের দলের দিকে টানার চেষ্টা করছে বিজেপি।"