সিঙ্গুরে অনশনেই ফাইভ স্টার হোটেলের খাবার এসেছিল : দিলীপ - BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফরে নাম না করে BJP-কে আক্রমণ করে মন্তব্য করেন জঙ্গলমহলের সাঁওতাল বাড়িতে ফাইভ স্টার হোটেলের খাবার খেয়েছেন । তার পালটা জবাবে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,"আমাদের ফাইভ স্টার হোটেল থেকে খাবার আসেনি । বরং তাঁদের সিঙ্গুরে অনশনে ফাইভ স্টার হোটেলের খাবার এসেছিল ।"