দুর্গাপুরে বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা
🎬 Watch Now: Feature Video
বিজেপির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোডে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-র ছবি সম্বলিত একটি ফ্লেক্স রাতে ছিঁড়ে ফেলে । এরপরই এর প্রতিবাদে ঘটনাস্থানে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা । দলের এক নম্বর মণ্ডল সভাপতি বিকাশ সিংহের অভিযোগ , "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে এই কাজ করছে । গত কয়েকদিন ধরেই এই এলাকায় বিজেপির ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে । জয়ন্ত রক্ষিত, পল্লব নাগ নামের তৃণমূল নেতাদের নেতৃত্বে এই অপকর্ম হচ্ছে ।" এই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ বলেন," তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না । রাজনীতির ময়দানে দেখা হবে ।" আজ 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনী যাত্রা । তাই এই ওয়ার্ডে সকাল থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা দলীয় পতাকা লাগান । বিজেপির অভিযোগ , সেই কারণেই তাদের ফ্লেক্স ,ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে ।
TAGGED:
2021 assembly election