ভয় পেয়ে পালিয়েছেন মুখ্যমন্ত্রী : সৌমিত্র খাঁ - BJP ব়্যালি নিয়ে সৌমিত্র খাঁ
🎬 Watch Now: Feature Video
আজ BJP যুব মোর্চার নবান্ন অভিযান । ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে BJP সমর্থকরা আসতে শুরু করেছেন । মিছিলের আগে আটকে দেওয়া হয় সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়কে । এই প্রসঙ্গে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন , "আমাদের আটকানো হচ্ছে । জায়গায় জায়গায় কার্যকর্তাদের আটকানো হচ্ছে । যেখানে যেখানে আমাদের আটকানো হবে , সেখানে আন্দোলন হবে । "
অন্যদিকে একই বক্তব্য যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-র । তিনি বলেন ," যুব মোর্চার ডাকে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী অফিস বন্ধ হল । কাটমানির বিরুদ্ধে আমাদের অভিযান । তিনি হচ্ছেন কাটমানি খোড়দের নেত্রী । আর সঙ্গে রয়েছে ক্রীতদাসের মতো কতগুলি পুলিশ । মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ । তাই ভয় পেয়ে পূর্ব মেদিনীপুর পালিয়ে গেছেন । "