ফের জাতীয় উদ্যানে গন্ডার হত্যা, কেটে নেওয়া হল খড়গ - হত্যা করেছে চোরা শিকারীরা
🎬 Watch Now: Feature Video
জলদাপাড়া জাতীয় উদ্যানে ফের গন্ডার হত্যা ৷ গতকাল ভোরে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা রুটিন টহলদারির সময় পশ্চিম রেঞ্জের গভীর জঙ্গলে একটি পূর্ণবয়স্ক পুরুষ গন্ডারের মৃতদেহ দেখতে পান । রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা গন্ডারের খড়গ কেটে নেওয়া হয়েছে ৷ দেহে বুলেটের ক্ষতও রয়েছে ৷ অনুমান, গন্ডারটিকে গুলি করে হত্যা করেছে চোরা শিকারীরা ৷ ২০১৫ সালের পর জলদাপাড়ায় ফের গন্ডার হত্যার ঘটনা ৷ এবার বনদপ্তরের রুটিন টহলদারি নিয়েও প্রশ্ন উঠেছে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ।