এই বাজেটে সমস্যা মিটবে না, বাড়াতে হবে কর্মসংস্থান ; বলছে পড়ুয়ারা
🎬 Watch Now: Feature Video
বেকারত্ব দূরীকরণের জন্য রাজ্য বাজেটে কর্মসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে ৷ এর জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে ৷ এই নিয়ে এই প্রজন্মের পড়ুয়ারা মিশ্র প্রতিক্রিয়া দেন ৷ কেউ বলছেন, "ভালো পদক্ষেপ ৷ রাজ্যে নতুন কোনও বড় শিল্প হয়নি ৷ তাই ছোটো ব্যবসা শুরু করার জন্য যে অল্প থোক টাকা কম সুদের হারে দেওয়া হচ্ছে তাতে অনেকেই অনুপ্রাণিত হবে ৷ আর ছোটো ব্যবসা শুধু একজনকে নয় অনেকজনকে চাকরির সুযোগ করে দেবে ৷" আবার কেউ বলছেন, "বেকারত্ব মেটানোর জন্য অর্থনৈতিক ব্যবস্থা করে দিলেই হবে না ৷ প্রথমে স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া প্রয়োজন ৷" আবার কেউ মনে করছেন, "500 কোটি 1 লাখ মানুষের জন্য তিন বছর, এটা টোকেন হিসেবে ভালো ৷ মানুষকে খুশি করার জন্য ভালো ৷ কিন্তু এই বরাদ্দ থেকে আর্থিক সমস্যা মিটিতে পারে বলে মনে হয় না ৷ কর্মসংস্থান বাড়াতে হবে ৷"