ETV Bharat / state

চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীদের নিরাপত্তা দিক বাংলাদেশ, আর্জি ইসকনের

জামিনের শুনানির আগের দিন আইনজীবীর উপর চড়াও হয় কট্টরপন্থী মৌলবাদীরা ৷ তাই আজ শুনানি হয়নি চিন্ময়কৃষ্ণ দাসের ৷ এই অবস্থায় ফের আর্জি জানাল ইসকন ৷

Chinmoy Krishna Das
সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসের (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 15 hours ago

কলকাতা, 3 ডিসেম্বর: ফের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আর্জি জানাল কলকাতার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ইসকন) ৷ মঙ্গলে ধৃত হিন্দু সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ এবার তাঁর আইনজীবীদের নিরাপত্তা দেওয়ার অনুরোধ করল কলকাতা ইসকন ৷

সংস্থার মুখপাত্র রাধারমন দাস দাবি করেন, 3 ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের মামলার শুনানি করার কথা ছিল আইনজীবী রমেন রায়ের ৷ কিন্তু তার আগে একদনল মৌলবাদী বাংলাদেশে তাঁর বাড়িতে চড়াও হয় এবং আইনজীবীর উপর আক্রমণ চালায় ৷ তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এরপর চিন্ময়কৃষ্ণের হয়ে মামলা লড়ার জন্য কোনও আইনজীবী হাজির ছিলেন না ৷ এই পরিস্থিতিতে একমাস পিছিয়ে 2 জানুয়ারি তারিখে ধার্য করেছে আদালত ৷

কলকাতা ইসকন-এর মুখপাত্র রাধারমন দাস এই ঘটনায় বাংলাদেশ সরকারের সমালোচনা করে জানান, এই ঘটনা মানুষের মৌলিক অধিকারের বিরোধী ৷ তিনি বলেন, "মামলা লড়ার কোনও আইনজীবী নেই ৷ এটা সত্যিই হতাশাজনক ৷ এটাই কি বিচার ? এইভাবেই কি আপনারা স্বাধীন ও স্বচ্ছ বিচার দেন ? আমরা বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানাব, আপনারা বিষয়টি দেখুন ৷"

তাঁর দাবি, প্রাণের ভয়ে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে কোনও আইনজীবী দাঁড়াতে রাজি হননি ৷ রাধারমন দাস বলেন, "এখনও পর্যন্ত কোনও নতুন আইনজীবী মামলা লড়তে রাজি হননি ৷ যাঁরা চান, তাঁরা ভয় পাচ্ছেন ৷ হয়তো রমেন রায়ের মতো পরিণতি হবে ৷ আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, যাঁরা এই মামলাটি লড়তে ইচ্ছুক, তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করুক সরকার ৷"

তিনি আরও বলেন, "এই ধরনের হামলার ঘটনা শক্ত হাতে সামলানো হোক ৷ এই অবস্থা খুবই উদ্বেগের, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে যাঁরা সমর্থন করেন, তাঁদের কী শত্রুতার পরিবেশে বাস করতে হয়, এটা তার প্রমাণ ৷" তিনি আরও দাবি করেন, যে প্রথম দিন অর্থাৎ 26 নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের জন্য যে আইনজীবী লড়েছিলেন সেই রেগান আচার্যর উপরেও আক্রমণ হয়েছে ৷

কলকাতা, 3 ডিসেম্বর: ফের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আর্জি জানাল কলকাতার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ইসকন) ৷ মঙ্গলে ধৃত হিন্দু সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ এবার তাঁর আইনজীবীদের নিরাপত্তা দেওয়ার অনুরোধ করল কলকাতা ইসকন ৷

সংস্থার মুখপাত্র রাধারমন দাস দাবি করেন, 3 ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের মামলার শুনানি করার কথা ছিল আইনজীবী রমেন রায়ের ৷ কিন্তু তার আগে একদনল মৌলবাদী বাংলাদেশে তাঁর বাড়িতে চড়াও হয় এবং আইনজীবীর উপর আক্রমণ চালায় ৷ তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এরপর চিন্ময়কৃষ্ণের হয়ে মামলা লড়ার জন্য কোনও আইনজীবী হাজির ছিলেন না ৷ এই পরিস্থিতিতে একমাস পিছিয়ে 2 জানুয়ারি তারিখে ধার্য করেছে আদালত ৷

কলকাতা ইসকন-এর মুখপাত্র রাধারমন দাস এই ঘটনায় বাংলাদেশ সরকারের সমালোচনা করে জানান, এই ঘটনা মানুষের মৌলিক অধিকারের বিরোধী ৷ তিনি বলেন, "মামলা লড়ার কোনও আইনজীবী নেই ৷ এটা সত্যিই হতাশাজনক ৷ এটাই কি বিচার ? এইভাবেই কি আপনারা স্বাধীন ও স্বচ্ছ বিচার দেন ? আমরা বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানাব, আপনারা বিষয়টি দেখুন ৷"

তাঁর দাবি, প্রাণের ভয়ে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে কোনও আইনজীবী দাঁড়াতে রাজি হননি ৷ রাধারমন দাস বলেন, "এখনও পর্যন্ত কোনও নতুন আইনজীবী মামলা লড়তে রাজি হননি ৷ যাঁরা চান, তাঁরা ভয় পাচ্ছেন ৷ হয়তো রমেন রায়ের মতো পরিণতি হবে ৷ আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, যাঁরা এই মামলাটি লড়তে ইচ্ছুক, তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করুক সরকার ৷"

তিনি আরও বলেন, "এই ধরনের হামলার ঘটনা শক্ত হাতে সামলানো হোক ৷ এই অবস্থা খুবই উদ্বেগের, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে যাঁরা সমর্থন করেন, তাঁদের কী শত্রুতার পরিবেশে বাস করতে হয়, এটা তার প্রমাণ ৷" তিনি আরও দাবি করেন, যে প্রথম দিন অর্থাৎ 26 নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের জন্য যে আইনজীবী লড়েছিলেন সেই রেগান আচার্যর উপরেও আক্রমণ হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.