ETV Bharat / state

বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ড ! দমকলের 4 ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে - FIRE BREAKS OUT

মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও রায়গঞ্জ থানার পুলিশ।

FIRE BREAKS OUT
বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ড (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2024, 7:20 AM IST

রায়গঞ্জ, 4 ডিসেম্বর: বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও রায়গঞ্জ থানার পুলিশ। দমকলের মোট চারটি ইঞ্জিনের প্রচেষ্টা বেশ কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

রায়গঞ্জ শহরের সোহারই মোড় সংলগ্ন এলাকায় একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে কালিয়াগঞ্জ ও ডালখোলা থেকে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের মোট চারটি ইঞ্জিন আগুনকে নিয়ন্ত্রণে আনে ৷

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশও ৷ যদিও এই ঘটনায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী ৷ আশপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল স্থানীয়দের মধ্যে ৷

এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, দমকলের উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণে যে কোনও মুহূর্তে কারখানার আগুন এলাকায় ছড়িয়ে পড়তে পারত। স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন বলেন, "আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, গোডাউন রয়েছে। এই আগুন দ্রুত নিয়ন্ত্রণ না করলে বড়োসড় দুর্ঘটনা ঘটতে পারত। ফ্যাক্টরিতে অগ্নিনির্বাপনের তেমন কোনও ব্যবস্থা আছে কি না, জানা নেই। যদি থাকতো তাহলে আরও তাড়াতাড়ি এই আগুন নিয়ন্ত্রণ করা যেত। আমরা স্থানীয়রা প্রচণ্ড আতঙ্কে রয়েছি।" ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীও।

রায়গঞ্জ, 4 ডিসেম্বর: বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও রায়গঞ্জ থানার পুলিশ। দমকলের মোট চারটি ইঞ্জিনের প্রচেষ্টা বেশ কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

রায়গঞ্জ শহরের সোহারই মোড় সংলগ্ন এলাকায় একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে কালিয়াগঞ্জ ও ডালখোলা থেকে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের মোট চারটি ইঞ্জিন আগুনকে নিয়ন্ত্রণে আনে ৷

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশও ৷ যদিও এই ঘটনায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী ৷ আশপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল স্থানীয়দের মধ্যে ৷

এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, দমকলের উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণে যে কোনও মুহূর্তে কারখানার আগুন এলাকায় ছড়িয়ে পড়তে পারত। স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন বলেন, "আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, গোডাউন রয়েছে। এই আগুন দ্রুত নিয়ন্ত্রণ না করলে বড়োসড় দুর্ঘটনা ঘটতে পারত। ফ্যাক্টরিতে অগ্নিনির্বাপনের তেমন কোনও ব্যবস্থা আছে কি না, জানা নেই। যদি থাকতো তাহলে আরও তাড়াতাড়ি এই আগুন নিয়ন্ত্রণ করা যেত। আমরা স্থানীয়রা প্রচণ্ড আতঙ্কে রয়েছি।" ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীও।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.