লকগেট মেরামতে আর্মির সাহায্য নেওয়া হচ্ছে না কেন ? প্রশ্ন রাজু বন্দ্যোপাধ্যায়ের - লকগেট মেরামতে নিয়ে প্রশ্ন রাজু বন্দ্যোপাধ্যায়ের
🎬 Watch Now: Feature Video
48 ঘণ্টা পরেও দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেট সারাইয়ের কাজ শুরু করা যায়নি ৷ সোমবার দুর্গাপুর ব্যারাজ পরিদর্শনে এসে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে পানাগড়ের সেনাবাহিনীর সাহায্য নেওয়ার কথা বলেন । BJP নেতা দুর্গাপুরের মেয়রকে কটাক্ষ করে বলেন, "মাফিয়াদের ভোটে জিতেছেন, মানুষের ভোটে জেতেননি । " প্রশ্ন তোলেন, "তীব্র জলসংকট দেখা দিয়েছে ৷ অথচ তড়িঘড়ি মেরামতের ব্যবস্থা করছে না রাজ্য সরকার কিংবা সেচ দপ্তর । পানাগড়ে আর্মির ডিজাস্টার ম্যানেজমেন্টকে কাজে লাগানো হল না কেন ?" পাল্টা দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বোরো চেয়ারম্যান তথা তৃণমূল নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "মেয়রের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রাজু বন্দ্যোপাধ্যায় এনেছেন তা ভিত্তিহীন । দুর্গাপুর নগর নিগম শহরের প্রতিটি প্রান্তে জল পাঠাচ্ছে । রাজু বন্দ্যোপাধ্যায় এখানে দামোদরের পলি সংস্কার হবে এমন বার্তা নিয়ে এসেছে শুনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে দেওয়ার জন্য ফুল এনেছিলাম । কিন্তু, এসে দেখলাম তিনি এখানে সস্তার রাজনীতি করতে এসেছেন ৷