ETV Bharat / international

প্রবীণতম নাগরিকের মৃত্যু জাপানে, ভালোবাসতেন দুধ-কলা - WORLD OLDEST PERSON DIES AT 116

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন ৷ সাক্ষী থেকেছেন বিশ্বের প্রযুক্তি বিপ্লবের, কৃত্রিম বুদ্ধিমত্তার ৷ সেই প্রবীণতম মানুষটির মৃত্যু হয়েছে জাপানে ৷

This handout file photo taken on May 23, 2024 and provided to AFP on August 22, 2024 by the Ashiya City government shows Japanese woman Tomiko Itooka as she celebrates her 116th birthday, in the city of Ashiya, Hyogo prefecture. The world's oldest person, Tomiko Itooka of Japan, has died at the age of 116, the city were she lived announced on January 4, 2025. Itooka, who had four children and five grandchildren, died on December 29 at a nursing home, the city of Ashiya said. (AFP)
বিশ্বের প্রবীণতম নাগরিক টোমিকো ইটুকার এই ছবিটি 2024 সালের 23 মে তারিখে তোলা হয়েছিল ৷ আশিয়া শহরের প্রশাসনের কাছ থেকে এএফপি ছবিটি হাতে পায় 22 অগস্ট ৷ আশিয়াতে ইটুকা তাঁর 116তম জন্মদিন উদযাপন করছেন ৷ তিনি বিশ্বের প্রবীণতম নাগরিক এবং তাঁর মৃত্যু হয়েছে ৷ তাঁর দুই কন্যা এবং দুই পুত্র ছিল ৷ (ছবি: এএফপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 8:44 PM IST

টোকিও, 4 জানুয়ারি: প্রথম বিশ্বযুদ্ধের সময় তাঁর বয়স ছিল 6 বছর ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাও মনে ছিল 116 বছর বয়সি বিশ্বের প্রবীণতম মানুষ টোমিকো ইটুকার ৷ গত 29 ডিসেম্বর জাপানের আশিয়া শহরে তাঁর মৃত্যু হয়েছে ৷ তাঁর এক কন্যা ও এক পুত্র এবং পাঁচ নাতি-নাতনি রয়েছেন ৷ শনিবার এই খবরটি প্রকাশ করেছেন আশিয়ার মেয়র ৷

গত বছরের অগস্টে মাসে বিশ্বের প্রবীণতম ব্যক্তি স্পেনের মারিয়া ব্রানইয়াস মোরেরা-র মৃত্যু হয় ৷ তখন তাঁর বয়স ছিল 117 বছর ৷ এরপর ইটুকাকে বিশ্বের জীবিত প্রবীণ মানুষ হিসাবে ঘোষণা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ৷

1908 সালের 23 মে জাপানের ওসাকা শহরে জন্মগ্রহণ করেন টোমিকো ইটুকা ৷ এর মাত্র 4 মাস আগে আমেরিকার ফোর্ড সংস্থা তাদের মডেলটি গাড়িটি বাজারে এনেছিল ৷ গত রবিবার, 2024 সালের শেষে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ সেই হাসপাতালে তিনি 2019 সাল থেকে থাকছিলেন ৷ আশিয়ার মেয়র 27 বছর বয়সি রিওসকে টাকাশিমা একটি বিবৃতিতে টোমিকো ইটুকার মৃত্যুর খবর জানান ৷ তিনি লেখেন, "মিস ইটুকা সারা জীবন ধরে আমাদের সাহস ও আশা জুগিয়েছেন ৷ আমরা তাঁর কাছে কৃতজ্ঞ ৷"

টোমিকো ইটুকা তাঁর দীর্ঘ জীবনে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, টাইটানিক জাহাজ ডুবির সাক্ষী থেকেছেন ৷ বিশ্বজুড়ে প্রযুক্তি বিপ্লবও তিনি দেখেছেন ৷ স্কুলে পড়াকালীন তিনি ভলিবল খেলতেন ৷ তাঁর সঙ্গে বিয়ে হয় এক টেক্সটাইল সংস্থার কর্ণধারের ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর স্বামীর অবর্তমানে টোমিকো ইটুকা কোম্পানির দেখভাল করতেন ৷ তাঁর দুই কন্যা এবং দুই পুত্র ছিল ৷ 1979 সালে বিয়ের 51 বছরে তাঁর স্বামীর মৃত্যু হয় ৷

বৃদ্ধ বয়সেও তিনি শারীরিকভাবে যথেষ্ট সচল ছিলেন বলেই খবর ৷ তাঁর দীর্ঘায়ুর রহস্য কলা এবং জাপানের দৈনিক দুগ্ধজাত পানীয় কালপিস ৷ তিনি এই দু'টি জিনিস খেতে খুব ভালোবাসতেন, জানিয়েছেন মেয়র ৷ জাপানের বহু মানুষ শতায়ু ৷ গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, 95 হাজার মানুষ রয়েছেন, যাঁদের বয়স একশো বা একশো পেরিয়েছে ৷ তাঁদের মধ্যে 88 শতাংশ মহিলা ৷ জাপানে বসবাসকারী 124 মিলিয়ন (12.4 কোটি) মানুষের এক তৃতীয়াংশের বয়স 65 বা তার বেশি ৷

টোকিও, 4 জানুয়ারি: প্রথম বিশ্বযুদ্ধের সময় তাঁর বয়স ছিল 6 বছর ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাও মনে ছিল 116 বছর বয়সি বিশ্বের প্রবীণতম মানুষ টোমিকো ইটুকার ৷ গত 29 ডিসেম্বর জাপানের আশিয়া শহরে তাঁর মৃত্যু হয়েছে ৷ তাঁর এক কন্যা ও এক পুত্র এবং পাঁচ নাতি-নাতনি রয়েছেন ৷ শনিবার এই খবরটি প্রকাশ করেছেন আশিয়ার মেয়র ৷

গত বছরের অগস্টে মাসে বিশ্বের প্রবীণতম ব্যক্তি স্পেনের মারিয়া ব্রানইয়াস মোরেরা-র মৃত্যু হয় ৷ তখন তাঁর বয়স ছিল 117 বছর ৷ এরপর ইটুকাকে বিশ্বের জীবিত প্রবীণ মানুষ হিসাবে ঘোষণা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ৷

1908 সালের 23 মে জাপানের ওসাকা শহরে জন্মগ্রহণ করেন টোমিকো ইটুকা ৷ এর মাত্র 4 মাস আগে আমেরিকার ফোর্ড সংস্থা তাদের মডেলটি গাড়িটি বাজারে এনেছিল ৷ গত রবিবার, 2024 সালের শেষে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ সেই হাসপাতালে তিনি 2019 সাল থেকে থাকছিলেন ৷ আশিয়ার মেয়র 27 বছর বয়সি রিওসকে টাকাশিমা একটি বিবৃতিতে টোমিকো ইটুকার মৃত্যুর খবর জানান ৷ তিনি লেখেন, "মিস ইটুকা সারা জীবন ধরে আমাদের সাহস ও আশা জুগিয়েছেন ৷ আমরা তাঁর কাছে কৃতজ্ঞ ৷"

টোমিকো ইটুকা তাঁর দীর্ঘ জীবনে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, টাইটানিক জাহাজ ডুবির সাক্ষী থেকেছেন ৷ বিশ্বজুড়ে প্রযুক্তি বিপ্লবও তিনি দেখেছেন ৷ স্কুলে পড়াকালীন তিনি ভলিবল খেলতেন ৷ তাঁর সঙ্গে বিয়ে হয় এক টেক্সটাইল সংস্থার কর্ণধারের ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর স্বামীর অবর্তমানে টোমিকো ইটুকা কোম্পানির দেখভাল করতেন ৷ তাঁর দুই কন্যা এবং দুই পুত্র ছিল ৷ 1979 সালে বিয়ের 51 বছরে তাঁর স্বামীর মৃত্যু হয় ৷

বৃদ্ধ বয়সেও তিনি শারীরিকভাবে যথেষ্ট সচল ছিলেন বলেই খবর ৷ তাঁর দীর্ঘায়ুর রহস্য কলা এবং জাপানের দৈনিক দুগ্ধজাত পানীয় কালপিস ৷ তিনি এই দু'টি জিনিস খেতে খুব ভালোবাসতেন, জানিয়েছেন মেয়র ৷ জাপানের বহু মানুষ শতায়ু ৷ গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, 95 হাজার মানুষ রয়েছেন, যাঁদের বয়স একশো বা একশো পেরিয়েছে ৷ তাঁদের মধ্যে 88 শতাংশ মহিলা ৷ জাপানে বসবাসকারী 124 মিলিয়ন (12.4 কোটি) মানুষের এক তৃতীয়াংশের বয়স 65 বা তার বেশি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.