ETV Bharat / state

1.72 কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে: মমতা - BGBS 2025

বাণিজ্য সম্মেলনেও সামাজিক প্রকল্পের উল্লেখ মমতার ৷ কৃষি-শিল্পের সহাবস্থানে কর্মসংস্থানের কথা মুখ্যমন্ত্রীর মুখে ৷

BGBS 2025
1.72 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছে: মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 9:07 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: তাঁর সরকারের আমলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে ৷ বৃহস্পতিবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই দাবির স্বপক্ষে বিভিন্ন সামাজিক প্রকল্প, কৃষি ও শিল্পের সহাবস্থানের কথা বলতে শোনা গেল তাঁকে ৷

এ দিন 40 দেশের দু’শোর বেশি প্রতিনিধিদের সামনে মমতা বলেন, "বাংলাকে আপনারা সুইট হোম ভাবুন ৷ বাংলাকে ভুলবেন না, বাংলা আপনাকে ভুলবে না ৷"

BGBS 2025
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অভিবাদন কুড়চ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

বাংলাকে দেশের সাংস্কৃতিক রাজধানী উল্লেখ করে তাঁর দাবি, "বাংলা মানুষে-মানুষে বিভেদ করে না ৷ এখানে হিন্দু-মুসলিম-শিখ সকলেই মিলেমিশে থাকেন ৷ আমরা সকলে একসঙ্গে থাকতে ভালবাসি ৷ বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী ৷ রাজ্যে এই মুহূর্তে 94টি সামাজিক প্রকল্প চলছে ৷ মহিলাদের কর্মসংস্থানেরও রাজ্য এগিয়ে রয়েছে ৷"

এই সূত্রে দারিদ্রসীমার বিষয়টি তুলে ধরেন মমতা ৷ তাঁর দাবি, "আমাদের সরকারের একাধিক সামাজিক প্রকল্পে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন ৷ আমাদের সাফল্য আমরা 1 কোটি 72 লক্ষ মানুষকে দারিদ্রসীমার উপরে আনতে পেরেছি ৷ এমনকি কর্মসংস্থান বেড়েছে ৷"

BGBS 2025
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, 2025 সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে 4 লক্ষ 40 হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন মমতা ৷ যেখানে প্রথমদিনে মুকেশ আম্বানি আগামী 2030 সালের মধ্যে রাজ্যে তাঁর সংস্থার বিনিয়োগের পরিমাণ 1 লক্ষ কোটি করার কথা ঘোষণা করেছেন ৷ এমনকি জিন্দল গোষ্ঠীও রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছে বাণিজ্য সম্মেলন থেকে ৷ আর সেই সূত্রে বাংলাকে বাণিজ্যের গন্তব্য বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী ৷

এর পাশাপাশি একাধিক মউ স্বাক্ষর করেছে রাজ্য ৷ যেখানে রাজ্যের পর্যটন শিল্পে বড় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে ৷ আইটিসি-র মতো সংস্থা পর্যটন দফতরের সঙ্গে মউ চুক্তি করেছে ৷ তবে, যে 4 লক্ষ 40 হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে এবারের বিজিবিএস থেকে, আগামীতে ঠিক কত পরিমাণ বাস্তবায়িত হয় সেটাই দেখার ৷

কলকাতা, 6 ফেব্রুয়ারি: তাঁর সরকারের আমলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে ৷ বৃহস্পতিবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই দাবির স্বপক্ষে বিভিন্ন সামাজিক প্রকল্প, কৃষি ও শিল্পের সহাবস্থানের কথা বলতে শোনা গেল তাঁকে ৷

এ দিন 40 দেশের দু’শোর বেশি প্রতিনিধিদের সামনে মমতা বলেন, "বাংলাকে আপনারা সুইট হোম ভাবুন ৷ বাংলাকে ভুলবেন না, বাংলা আপনাকে ভুলবে না ৷"

BGBS 2025
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অভিবাদন কুড়চ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

বাংলাকে দেশের সাংস্কৃতিক রাজধানী উল্লেখ করে তাঁর দাবি, "বাংলা মানুষে-মানুষে বিভেদ করে না ৷ এখানে হিন্দু-মুসলিম-শিখ সকলেই মিলেমিশে থাকেন ৷ আমরা সকলে একসঙ্গে থাকতে ভালবাসি ৷ বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী ৷ রাজ্যে এই মুহূর্তে 94টি সামাজিক প্রকল্প চলছে ৷ মহিলাদের কর্মসংস্থানেরও রাজ্য এগিয়ে রয়েছে ৷"

এই সূত্রে দারিদ্রসীমার বিষয়টি তুলে ধরেন মমতা ৷ তাঁর দাবি, "আমাদের সরকারের একাধিক সামাজিক প্রকল্পে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন ৷ আমাদের সাফল্য আমরা 1 কোটি 72 লক্ষ মানুষকে দারিদ্রসীমার উপরে আনতে পেরেছি ৷ এমনকি কর্মসংস্থান বেড়েছে ৷"

BGBS 2025
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, 2025 সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে 4 লক্ষ 40 হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন মমতা ৷ যেখানে প্রথমদিনে মুকেশ আম্বানি আগামী 2030 সালের মধ্যে রাজ্যে তাঁর সংস্থার বিনিয়োগের পরিমাণ 1 লক্ষ কোটি করার কথা ঘোষণা করেছেন ৷ এমনকি জিন্দল গোষ্ঠীও রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছে বাণিজ্য সম্মেলন থেকে ৷ আর সেই সূত্রে বাংলাকে বাণিজ্যের গন্তব্য বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী ৷

এর পাশাপাশি একাধিক মউ স্বাক্ষর করেছে রাজ্য ৷ যেখানে রাজ্যের পর্যটন শিল্পে বড় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে ৷ আইটিসি-র মতো সংস্থা পর্যটন দফতরের সঙ্গে মউ চুক্তি করেছে ৷ তবে, যে 4 লক্ষ 40 হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে এবারের বিজিবিএস থেকে, আগামীতে ঠিক কত পরিমাণ বাস্তবায়িত হয় সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.