ETV Bharat / state

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে স্বাস্থ্য ক্ষেত্রে 9 হাজার কোটিরও বেশি বিনিয়োগের প্রস্তাব - BENGAL GLOBAL BUSINESS SUMMIT 2025

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হল বৃহস্পতিবার ৷ দু'দিনের এই বাণিজ্য সম্মেলনে স্বাস্থ্য ক্ষেত্রে 9 হাজার 600 কোটি টাকার বিপুল অর্থ বিনিয়োগের প্রস্তাব এসেছে ৷

CM Mamata Banerjee in BGBS 2025
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (ছবি সৌজন্য: বেঙ্গল গ্লোবাল সামিট-এর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 8:50 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: দু'দিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন শেষে স্বাস্থ্য ক্ষেত্রে 9 হাজার 698 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে । স্বাস্থ্য দফতর সূত্রে এমনই জানা গিয়েছে ৷ এর মধ্যে 23টি ক্ষেত্রে এই অর্থ বিনিয়োগ হবে ৷ পাশাপাশি 31 হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বেলভিউ, ভাগীরথী নেওটিয়া, নারায়ণা, পিয়ারলেস, সিএম‌আর‌আই, অ্যাপেলো, উডল্যান্ডস, চার্নক, মণিপাল গ্রুপ-এর মতো স্বাস্থ্য ক্ষেত্রে দিকপালরা ৷

মন্ত্রীর মতে

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে সেক্টর ধরে ধরে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে এবার শিল্প সম্মেলন স্বাস্থ্য ক্ষেত্রের জন্য অভাবনীয় সাফল্য নিয়ে এসেছে ৷ বিনিয়োগ প্রস্তাব নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "বড় বড় হাসপাতাল থেকে শুরু করে কোম্পানি- হেলথ কেয়ারে 9 হাজার 600 কোটি টাকার উপর বিনিয়োগ করছে ৷"

কোথায় কোথায় বিনিয়োগ ?

  • সিএমআরআই হাসপাতালের তরফে শিলিগুড়িতে নতুন ক্যান্সার হাসপাতাল, অত্যাধুনিক ওটি, ক্রিটিক্যাল কেয়ার সম্প্রসারণ এবং নার্সিং কলেজ তৈরির প্রস্তাব এসেছে ৷ শিলিগুড়িতে ডায়ালিসিস এবং বোন ব্যাঙ্কের ফেসিলিটি-সহ দু'শো বেডের হাসপাতালে বিনিয়োগ করছে তারা ৷ তাদের এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ 400 কোটি টাকা ৷ এই প্রকল্পে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে 1 হাজার 280 জনের ৷
  • বেলভিউ হাসপাতাল রাজারহাট নিউটাউনে তাদের 200-400 বেডের একটি নতুন হাসপাতাল তৈরি করতে চলেছে ৷ যার জন্য তারা রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে 1 হাজার 500 কোটি টাকার ৷ এখানে কর্মসংস্থান হবে 4 হাজার 800 জনের ৷
  • পিয়ারলেস গ্রুপ আগামী বছরের পয়লা বৈশাখে নতুন ক্যান্সার হাসপাতাল তৈরি করতে চলেছে ৷ বারাসতে এই হাসপাতালের জন্য 400 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে তারা ৷ এই প্রকল্প বাস্তবায়িত হলে এক হাজার 280 জনের নতুন কর্মসংস্থান হবে সেখানে ৷
  • উডল্যান্ডস হাসপাতালের তরফ থেকেও রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে 530 কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে ৷ এই প্রস্তাবে বলা হয়েছে, তারা নতুন 10 তলা বিল্ডিং তৈরি করতে চায় ৷ আগামিদিনে 150-370 শয্যার হাসপাতাল করবে উডল্যান্ডস কর্তৃপক্ষ ৷ স্টেট অব দ্য আর্ট ক্যান্সার সেন্টারের পাশাপাশি লিভার, ফুসফুস প্রতিস্থাপনে চিকিৎসা পরিকাঠামোও থাকবে সেখানে ৷ এই প্রকল্পে প্রায় 1 হাজার 700 জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে ৷
  • শ্রেষ্ঠা হাসপাতাল রাজ্যে একটি নতুন আড়াইশো বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছে ৷ এই প্রকল্পে প্রায় 400 কোটি টাকা বিনিয়োগ হবে ৷ 1 হাজার 280 জনের কর্মসংস্থান হতে পারে ৷
  • নারায়ণা হেলথ-এর তরফে একটি হাসপাতাল ও একটি রিসার্চ ইনস্টিটিউট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷ মুকুন্দপুরে 150 শয্যার হাসপাতাল তৈরির প্রস্তাবও দিয়েছে তারা ৷ পাশাপাশি নিউটাউনে 1 হাজার 1 টি শয্যার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট তৈরির প্রস্তাব দিয়েছে নারায়ণা ৷ এক্ষেত্রে তাদের বিনিয়োগের পরিমাণ হাজার কোটি টাকা ৷ এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় 3 হাজার 200 জনের কর্মসংস্থান হবে বলে আশা করছে রাজ্য সরকার ৷
  • দিশার কাছ থেকেও 700 শয্যার নতুন চোখের হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছে ৷ কলকাতায় 300 বেডের হাসপাতালে তাদের বিনিয়োগ 300 কোটি টাকা ৷ কর্মসংস্থান হবে 960 জনের ৷
  • সফল বাণিজ্য সম্মেলন, এসেছে 4.40 লক্ষ কোটির লগ্নি প্রস্তাব: মমতা

কলকাতা, 6 ফেব্রুয়ারি: দু'দিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন শেষে স্বাস্থ্য ক্ষেত্রে 9 হাজার 698 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে । স্বাস্থ্য দফতর সূত্রে এমনই জানা গিয়েছে ৷ এর মধ্যে 23টি ক্ষেত্রে এই অর্থ বিনিয়োগ হবে ৷ পাশাপাশি 31 হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বেলভিউ, ভাগীরথী নেওটিয়া, নারায়ণা, পিয়ারলেস, সিএম‌আর‌আই, অ্যাপেলো, উডল্যান্ডস, চার্নক, মণিপাল গ্রুপ-এর মতো স্বাস্থ্য ক্ষেত্রে দিকপালরা ৷

মন্ত্রীর মতে

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে সেক্টর ধরে ধরে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে এবার শিল্প সম্মেলন স্বাস্থ্য ক্ষেত্রের জন্য অভাবনীয় সাফল্য নিয়ে এসেছে ৷ বিনিয়োগ প্রস্তাব নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "বড় বড় হাসপাতাল থেকে শুরু করে কোম্পানি- হেলথ কেয়ারে 9 হাজার 600 কোটি টাকার উপর বিনিয়োগ করছে ৷"

কোথায় কোথায় বিনিয়োগ ?

  • সিএমআরআই হাসপাতালের তরফে শিলিগুড়িতে নতুন ক্যান্সার হাসপাতাল, অত্যাধুনিক ওটি, ক্রিটিক্যাল কেয়ার সম্প্রসারণ এবং নার্সিং কলেজ তৈরির প্রস্তাব এসেছে ৷ শিলিগুড়িতে ডায়ালিসিস এবং বোন ব্যাঙ্কের ফেসিলিটি-সহ দু'শো বেডের হাসপাতালে বিনিয়োগ করছে তারা ৷ তাদের এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ 400 কোটি টাকা ৷ এই প্রকল্পে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে 1 হাজার 280 জনের ৷
  • বেলভিউ হাসপাতাল রাজারহাট নিউটাউনে তাদের 200-400 বেডের একটি নতুন হাসপাতাল তৈরি করতে চলেছে ৷ যার জন্য তারা রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে 1 হাজার 500 কোটি টাকার ৷ এখানে কর্মসংস্থান হবে 4 হাজার 800 জনের ৷
  • পিয়ারলেস গ্রুপ আগামী বছরের পয়লা বৈশাখে নতুন ক্যান্সার হাসপাতাল তৈরি করতে চলেছে ৷ বারাসতে এই হাসপাতালের জন্য 400 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে তারা ৷ এই প্রকল্প বাস্তবায়িত হলে এক হাজার 280 জনের নতুন কর্মসংস্থান হবে সেখানে ৷
  • উডল্যান্ডস হাসপাতালের তরফ থেকেও রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে 530 কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে ৷ এই প্রস্তাবে বলা হয়েছে, তারা নতুন 10 তলা বিল্ডিং তৈরি করতে চায় ৷ আগামিদিনে 150-370 শয্যার হাসপাতাল করবে উডল্যান্ডস কর্তৃপক্ষ ৷ স্টেট অব দ্য আর্ট ক্যান্সার সেন্টারের পাশাপাশি লিভার, ফুসফুস প্রতিস্থাপনে চিকিৎসা পরিকাঠামোও থাকবে সেখানে ৷ এই প্রকল্পে প্রায় 1 হাজার 700 জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে ৷
  • শ্রেষ্ঠা হাসপাতাল রাজ্যে একটি নতুন আড়াইশো বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছে ৷ এই প্রকল্পে প্রায় 400 কোটি টাকা বিনিয়োগ হবে ৷ 1 হাজার 280 জনের কর্মসংস্থান হতে পারে ৷
  • নারায়ণা হেলথ-এর তরফে একটি হাসপাতাল ও একটি রিসার্চ ইনস্টিটিউট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷ মুকুন্দপুরে 150 শয্যার হাসপাতাল তৈরির প্রস্তাবও দিয়েছে তারা ৷ পাশাপাশি নিউটাউনে 1 হাজার 1 টি শয্যার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট তৈরির প্রস্তাব দিয়েছে নারায়ণা ৷ এক্ষেত্রে তাদের বিনিয়োগের পরিমাণ হাজার কোটি টাকা ৷ এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় 3 হাজার 200 জনের কর্মসংস্থান হবে বলে আশা করছে রাজ্য সরকার ৷
  • দিশার কাছ থেকেও 700 শয্যার নতুন চোখের হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছে ৷ কলকাতায় 300 বেডের হাসপাতালে তাদের বিনিয়োগ 300 কোটি টাকা ৷ কর্মসংস্থান হবে 960 জনের ৷
  • সফল বাণিজ্য সম্মেলন, এসেছে 4.40 লক্ষ কোটির লগ্নি প্রস্তাব: মমতা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.