ETV Bharat / sports

জোড়া গোল প্রয়াত সমর্থককে উৎসর্গ ম্য়াকলারেনের, বাগানে আপাতত ক'দিনের ছুটি - JAMIE MACLAREN

প্রয়াত সমর কুমার চাকিকে জোড়া গোল উৎসর্গ বাগানের অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের ৷ সবুজ-মেরুনের প্রশংসায় বিপক্ষ ম্যানেজার ৷

JAMIE MACLAREN
পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত ম্য়াকলারেন (MBSG MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 6, 2025, 10:08 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: ঘরের মাঠে টানা ন'ম্যাচে জয় ৷ প্রতিপক্ষের উপর স্টিমরোলার চালানো অভ্যেস করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ পঞ্জাবকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে হোসে মোলিনার ছেলেরা ৷ এবার লক্ষ্য টানা দ্বিতীয়বার লিগ শিল্ড ৷ বুধবার ম্যাচের পর বাগানের প্রশংসা পঞ্জাব কোচ প্যানাগিয়োটিস ডিল্মপেরিসের গলায় ৷ তিনি জানান, ফুটবলারদের গুণগত মানই মোহনবাগান সবুজ-মেরুনকে সবার সবার থেকে এগিয়ে রেখেছে। তবে গতকালের ম্যাচের পর যাঁকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা, তিনি জেমি ম্যাকলারেন ৷ খারাপ দিনেও জোড়া গোলে জয় এনে দিয়েছেন এ লিগের পাঁচবারের শীর্ষ গোলদাতা ৷

তিনি যে আদ্যন্ত টিমম্যান এবং সবুজ-মেরুনে এসে খুব অল্প সময়েই সমর্থকদের নাড়ির টান বুঝতে পেরেছেন, তার প্রমাণ বুধবার দিয়েছেন অজি বিশ্বকাপার ৷ সম্প্রতি প্রয়াত হয়েছেন মোহনবাগানের বর্ষীয়ান সমর্থক সমর কুমার চাকি ৷ হাসপাতালের বিছানায় শুয়ে মহামেডানের বিরুদ্ধে ডার্বি জয়ও দেখেছিলেন তিনি ৷ তারপরই বার্ধক্যজনিত রোগে গত সোমবার প্রয়াত হয়েছেন শ্যামনগরের সমরবাবু ৷ গতকাল তাঁর জোড়া গোল এবং জয় ম্যাচের পর সমর কুমার চাকিকেই উৎসর্গ করেছেন অজি স্ট্রাইকার ৷ যা হৃদয় ছুঁয়েছে সমর্থকদের ৷

ম্য়াচের পর ম্য়াকলারেনের প্রশংসায় পঞ্চমুখ কোচ মোলিনাও ৷ বুধবার নিখুঁত রিসিভিংয়ে অজি বিশ্বকাপার বিপক্ষ রক্ষণ ভাঙার পর মোহনবাগান কোচ বলেন, "ম্যাকলারেন দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। গ্রেগও দুর্দান্ত খেলেছে। জেসনও দুর্দান্ত। আমি গোল নিয়ে চিন্তিত নই। কারণ, স্ট্রাইকাররা সুযোগ তৈরি করছে। আমি জানি গোল আসবেই। ওদের খেলায় আমি খুশি। ওরা যদি একইভাবে খেলে যেতে পারে তাহলে আরও গোল আসবে।" লিগ শিল্ড জয়ের প্রশ্নে তাঁর উত্তর, "আমরা সুবিধাজনক জায়গায় আছি। তবে দেখা যাক বাকি ম্যাচগুলোতে কী ঘটে।"

প্রতিপক্ষ কোচের প্রশংসার পাল্টা মোলিন বলেন, "খেলোয়াড়দের পরিশ্রমই সাফল্যের রহস্য। স্টাফ, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ম্যানেজমেন্ট, মালিক-সকলে দলকে সাহায্য করছে। সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আর শেষে ফুটবলাররা দুর্দান্ত খেলেছে। গোলের সামনে সফল হচ্ছে। ক্লিনশিট বজায় থাকছে। সাফল্যের অন্য কোনও রহস্য নেই। এটা একসঙ্গে সকলের কঠোর পরিশ্রমের ফল ৷"

আপাতত চারদিনের ছুটি। ফুটবলাররা অধিকাংশ শহর ছেড়েছেন। সাহাল আব্দুল সামাদের চোটের কারণে কতদিন বাইরে, তা অবশ্য মোলিনা জানেন না। 15 ফেব্রুয়ারি পরবর্তী ম্য়াচে কোচিতে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে 'মেরিনার্স' ৷

আরও পড়ুন:

কলকাতা, 6 ফেব্রুয়ারি: ঘরের মাঠে টানা ন'ম্যাচে জয় ৷ প্রতিপক্ষের উপর স্টিমরোলার চালানো অভ্যেস করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ পঞ্জাবকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে হোসে মোলিনার ছেলেরা ৷ এবার লক্ষ্য টানা দ্বিতীয়বার লিগ শিল্ড ৷ বুধবার ম্যাচের পর বাগানের প্রশংসা পঞ্জাব কোচ প্যানাগিয়োটিস ডিল্মপেরিসের গলায় ৷ তিনি জানান, ফুটবলারদের গুণগত মানই মোহনবাগান সবুজ-মেরুনকে সবার সবার থেকে এগিয়ে রেখেছে। তবে গতকালের ম্যাচের পর যাঁকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা, তিনি জেমি ম্যাকলারেন ৷ খারাপ দিনেও জোড়া গোলে জয় এনে দিয়েছেন এ লিগের পাঁচবারের শীর্ষ গোলদাতা ৷

তিনি যে আদ্যন্ত টিমম্যান এবং সবুজ-মেরুনে এসে খুব অল্প সময়েই সমর্থকদের নাড়ির টান বুঝতে পেরেছেন, তার প্রমাণ বুধবার দিয়েছেন অজি বিশ্বকাপার ৷ সম্প্রতি প্রয়াত হয়েছেন মোহনবাগানের বর্ষীয়ান সমর্থক সমর কুমার চাকি ৷ হাসপাতালের বিছানায় শুয়ে মহামেডানের বিরুদ্ধে ডার্বি জয়ও দেখেছিলেন তিনি ৷ তারপরই বার্ধক্যজনিত রোগে গত সোমবার প্রয়াত হয়েছেন শ্যামনগরের সমরবাবু ৷ গতকাল তাঁর জোড়া গোল এবং জয় ম্যাচের পর সমর কুমার চাকিকেই উৎসর্গ করেছেন অজি স্ট্রাইকার ৷ যা হৃদয় ছুঁয়েছে সমর্থকদের ৷

ম্য়াচের পর ম্য়াকলারেনের প্রশংসায় পঞ্চমুখ কোচ মোলিনাও ৷ বুধবার নিখুঁত রিসিভিংয়ে অজি বিশ্বকাপার বিপক্ষ রক্ষণ ভাঙার পর মোহনবাগান কোচ বলেন, "ম্যাকলারেন দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। গ্রেগও দুর্দান্ত খেলেছে। জেসনও দুর্দান্ত। আমি গোল নিয়ে চিন্তিত নই। কারণ, স্ট্রাইকাররা সুযোগ তৈরি করছে। আমি জানি গোল আসবেই। ওদের খেলায় আমি খুশি। ওরা যদি একইভাবে খেলে যেতে পারে তাহলে আরও গোল আসবে।" লিগ শিল্ড জয়ের প্রশ্নে তাঁর উত্তর, "আমরা সুবিধাজনক জায়গায় আছি। তবে দেখা যাক বাকি ম্যাচগুলোতে কী ঘটে।"

প্রতিপক্ষ কোচের প্রশংসার পাল্টা মোলিন বলেন, "খেলোয়াড়দের পরিশ্রমই সাফল্যের রহস্য। স্টাফ, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ম্যানেজমেন্ট, মালিক-সকলে দলকে সাহায্য করছে। সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আর শেষে ফুটবলাররা দুর্দান্ত খেলেছে। গোলের সামনে সফল হচ্ছে। ক্লিনশিট বজায় থাকছে। সাফল্যের অন্য কোনও রহস্য নেই। এটা একসঙ্গে সকলের কঠোর পরিশ্রমের ফল ৷"

আপাতত চারদিনের ছুটি। ফুটবলাররা অধিকাংশ শহর ছেড়েছেন। সাহাল আব্দুল সামাদের চোটের কারণে কতদিন বাইরে, তা অবশ্য মোলিনা জানেন না। 15 ফেব্রুয়ারি পরবর্তী ম্য়াচে কোচিতে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে 'মেরিনার্স' ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.