কলকাতা, 6 ফেব্রুয়ারি: আজ কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের 49তম প্রয়াণ দিবস । পাশাপাশি চলতি বছরের 4 নভেম্বর তাঁর জন্মশতবর্ষ । তাঁকে শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার 'স্মরণে 49 বরণে 100' শীর্ষক একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করলেন তাঁর পরিবারের মানুষজন তথা তাঁদের দ্বারা পরিচালিত সংস্থা 'মৃত্তিকা'। উল্লেখ্য, বছরের বিভিন্ন সময়ে বিদেশে ভারতীয় সংস্কৃতির মহিমা তুলে ধরে 'মৃত্তিকা'। তার মধ্যে ঋত্বিক ঘটকের প্রতি শ্রদ্ধা জানানোও অন্যতম ৷ এবার আয়োজন ছিল একটু বেশিই । কারণ তাঁর জন্মশতবর্ষ শুরু হয়ে গিয়েছে ।
হাজির ছিলেন বাংলাদেশের 'তিতাস একটি নদীর নাম' ছবির প্রযোজক হাবিবুর রহমান, চলচ্চিত্র গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক সুদেষ্ণা রায়, 'বাড়ি থেকে পালিয়ে' ছবির অভিনেতা পরম ভরাক লাহিড়ী-সহ আরও অনেকে । এ ছাড়াও সমস্ত অনুষ্ঠানটির আয়োজনের তত্ত্বাবধায়ক অমিতাভ বাগচী এবং ধৃতি বাগচী, ঋত্বিক-পুত্র ঋতবাণ ঘটক-সহ আরও অনেকে ।
ধৃতি বাগচী বলেন, "প্রত্যেকবারই বিদেশ থেকে এসে এখানে এই অনুষ্ঠান করা হয় । তবে, এবার একটু বেশিই স্পেশাল । কারণ ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ । ওঁর সম্বন্ধে অনেক কিছুই অনেকের অজানা । তার খানিকটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ।"
চলচ্চিত্র গবেষক সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, "ঋত্বিক ঘটককে আজও যেভাবে মূল্যায়ন করা হয় তা দেখে মনে হয় না, তাঁর ছবি দেখে কেউ তাঁর মূল্যায়ন করছেন । তাঁকে বোঝার জন্য চেষ্টা হচ্ছে । প্রচলিত ব্যাকরণ দিয়ে ঋত্বিক ঘটককে বোঝা সম্ভব না । তাতে না বোঝা যাবে তাঁর সিনেমাকে, না বোঝা যাবে সেই ব্যক্তিকে । এখন যেভাবে ঋত্বিক ঘটককে বোঝার চেষ্টা করা হয় তা রূপকথা মাত্র । সেটা মোটেই ঋত্বিক ঘটকের শিল্পচর্চার দর্শন নয় । একদিন না একদিন বড় শিল্পীকে বোঝা যাবেই । হয়তো সময় লাগবে, কিন্তু নিশ্চয়ই বোঝা যাবে ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-02-2025/ritwikghatak_06022025180737_0602f_1738845457_1078.jpg)
পরিচালক সুদেষ্ণা রায় বলেন, "জীবিতকালে ঋত্বিক ঘটককে বিদেশে কেন, নিজের দেশেও সেভাবে সম্মানিত করা হয়নি, যতটা ওঁর প্রাপ্য ছিল । আমার জীবনের একটা দুঃখ রয়ে গিয়েছে যে, কখনও এই মানুষটার সঙ্গে মুখোমুখি দেখা হয়নি । সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন ঋত্বিক ঘটক । তা সে 'অযান্ত্রিক'ই হোক বা 'বাড়ি থেকে পালিয়ে' কিংবা 'তিতাস একটি নদীর নাম', সময়ের থেকে অনেক এগিয়ে ছিল ছবিগুলো ।"
'তিতাস একটি নদীর নাম' ছবির প্রযোজক হাবিবুর রহমান বলেন, "উনি অসাধারণ মানুষ ছিলেন । তাই সাধারণ মানুষ হিসেবে তাঁকে নিয়ে বলা সম্ভব না । আমার বয়স যখন 26, তখন আমি 'তিতাস একটি নদীর নাম' প্রযোজনা করি । আমি ওঁর কোনও ছবি এর আগে দেখিনি । কিন্তু আমি ভক্ত ছিলাম । মনের অজান্তে আমি ওঁর ভক্ত হয়ে গিয়েছিলাম ।..."
পরম ভরাক লাহিড়ী বলেন, "আমি একটাই সিনেমা করি 'বাড়ি থেকে পালিয়ে'। সেটা ঋত্বিক মামার পরিচালনায় । উনি আমার মা এবং মাসির রাখীতুতো ভাই ছিলেন । এরপরে আর কোনও সিনেমায় আমি অভিনয় করিনি ।" এদিন ভাষ্য এবং গানের মাধ্যমে ঋত্বিক ঘটককে শ্রদ্ধা জানানো হয় । পরিবেশনে ছিলেন অশোক বিশ্বনাথন, মধুমন্তী মৈত্র ।