হাওড়া ময়দানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পড়ে গিয়ে অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
হাওড়া ময়দানে BJP-র মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ । ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন BJP কর্মীরা । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । জলকামান ব্যবহার করার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ । রং মেশানো জল ছোড়া হয় । সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । এরপরই অসুস্থবোধ করেন তিনি । রক্তবমি করেছেন বলে BJP সূত্রে খবর । তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।