Puja Parikrama : পুরুলিয়া শহরের সেরা প্রতিমা আমলাপাড়া সর্বজনীন - দুর্গা পূজা
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের বিচারে এবার দুর্গাপুজোয় শহরের সেরা প্রতিমা নির্বাচিত হয়েছে পুরুলিয়া শহরের আমলাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির মাতৃমূর্তি ৷ বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত করা হয়েছে এই পুজোকে ৷ যার পুরস্কারমূল্য 30 হাজার টাকা ৷ বুধবার পুজোমণ্ডপে পৌঁছে যান ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তবে পুজোর আয়োজনে তেমন কোনও আড়ম্বর চোখে পড়ল না ৷ বরং প্রতিমা নির্মাণে সাবেকিয়ানার ছাপ স্পষ্ট ৷ পুজো কমিটির কোষাধ্যক্ষ সৌম্য সেনগুপ্ত জানান, তাঁরা এর আগেও বহুবার বহু পুরস্কার পেয়েছেন ৷ এই পুরস্কার পেয়ে তাঁরা খুশি ৷