পথ নাটকের মাধ্যমে আর্থিক অনটন প্রকাশ সম্মিলিত নাট্যকর্মীদের - নাট্যকর্মী
🎬 Watch Now: Feature Video
দীর্ঘ লকডাউন এবং তার পরবর্তী পরিস্থিতিতে আর্থিক সংকটে নাট্যকর্মীরা। তাই চেয়েছেন সরকারি সাহায্য। এদিন তাদের আর্থিক নিদারুণ কষ্টের ছবি তুলে ধরতে অনুষ্ঠিত হল পথনাটক। সঙ্গে ছয় দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হল তথ্য-সংস্কৃতি দপ্তরে। কোরোনা সংক্রমণের অন্যান্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের পাশাপাশি আর্থিক অনটনের শিকার হয়েছেন নাট্যকর্মীরা ৷ মেলেনি কোনও সরকারি সাহায্য । রাস্তার মধ্যে পথ নাটকের মাধ্যমে নিজেদের আর্থিক প্রতিকূলতার চিত্র তুলে ধরেন মেদিনীপুর সম্মিলিত নাট্যকর্মীরা। এদিন তাদের পথনাটক দেখতে অনেক মানুষ জড়ো হন। এরপর এই পথনাটকের পরেই তারা শহর জুড়ে মিছিল করেন। মূলত ছয় দফা দাবি তারা সরকারের কাছে তুলে ধরেন।