ETV Bharat / bharat

'দেড় বছরে 10 লক্ষ প্রার্থী চাকরি পেয়েছেন', রোজগার মেলায় বললেন প্রধানমন্ত্রী - PM NARENDRA MODI

দেশজুড়ে 45টি এলাকায় রোজগার মেলার আয়োজন করা হয় ৷ ভার্চুয়ালি 71 হাজার প্রার্থীকে নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM NARENDRA MODI
রোজগার মেলায় বক্তব্য প্রধানমন্ত্রীর (প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: গত এক থেকে দেড় বছরে প্রায় 10 লক্ষ প্রার্থী স্থায়ী পদে চাকরি পেয়েছেন ৷ সোমবার 'রোজগার মেলা'-এর বক্তব্য়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন, ভার্চুয়ালি 71 হাজার প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেন প্রধানমন্ত্রী ৷

সোমবার দেশের 45টি এলাকায় কেন্দ্রের তরফে রোজগার মেলার আয়োজন করা হয় ৷ মেলায় উপস্থিত প্রার্থীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "কেন্দ্র সরকারের নীতি ও কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের যুব সমাজ ৷ সততা ও স্বচ্ছতা এই নিয়োগ প্রক্রিয়াকে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ এগিয়ে নিয়ে গিয়েছে ৷ সরকারের প্রচেষ্টায় স্বাবলম্বী হয়েছেন বিপুল সংখ্যক মহিলা ৷" মোদি জানান, দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়নই হল কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য় ৷

প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, 71 হাজার নবনিযুক্তদের মধ্যে প্রায় 29 শতাংশেরও বেশি প্রার্থী অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) অন্তর্ভুক্ত ৷ পাশাপাশি, তফসিলি জাতির অন্তর্গত 15.8 শতাংশ ও তফসিলি উপজাতির অন্তর্গত 9.6 শতাংশ প্রার্থীর হাতে সোমবার নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, মোদি সরকারের আমলে ওবিসি-তে নিয়োগের পরিমাণ প্রায় 27 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

চলতি মাসের গোড়ায় দেশের কর্মসংস্থান প্রসঙ্গে রাজ্যসভায় প্রশ্নের সম্মুখীন হয় কেন্দ্র ৷ গত 5 ডিসেম্বর এর লিখিত জবাবে কেন্দ্রের তরফে জানানো হয়, ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হয় ৷ আর এই পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ৷ অপর একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, 2017 সালের আর্থিক বিধি অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের কোনও ভূমিকা নেই ৷ বিভিন্ন মন্ত্রকগুলি প্রয়োজন মতো এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ৷

সেই সঙ্গে জিতেন্দ্র বলেন, "দেশের যুব সমাজের ভবিষ্যতের কথা ভেবে 2022 সালের 22 অক্টোবর এই রোজগার মেলার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই থেকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারের তরফে 13টি মেলার আয়োজন করা হয় ৷ আর এই মেলার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রক ও বিভিন্ন সরকারি বিভাগের একাধিক পদে নিয়োগ করা হয়েছে ৷"

পড়ুন: পপকর্নেও চড়া GST ! কেন্দ্রের নয়া সিদ্ধান্তে কতটা বাড়ছে দাম ?

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: গত এক থেকে দেড় বছরে প্রায় 10 লক্ষ প্রার্থী স্থায়ী পদে চাকরি পেয়েছেন ৷ সোমবার 'রোজগার মেলা'-এর বক্তব্য়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন, ভার্চুয়ালি 71 হাজার প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেন প্রধানমন্ত্রী ৷

সোমবার দেশের 45টি এলাকায় কেন্দ্রের তরফে রোজগার মেলার আয়োজন করা হয় ৷ মেলায় উপস্থিত প্রার্থীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "কেন্দ্র সরকারের নীতি ও কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের যুব সমাজ ৷ সততা ও স্বচ্ছতা এই নিয়োগ প্রক্রিয়াকে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ এগিয়ে নিয়ে গিয়েছে ৷ সরকারের প্রচেষ্টায় স্বাবলম্বী হয়েছেন বিপুল সংখ্যক মহিলা ৷" মোদি জানান, দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়নই হল কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য় ৷

প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, 71 হাজার নবনিযুক্তদের মধ্যে প্রায় 29 শতাংশেরও বেশি প্রার্থী অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) অন্তর্ভুক্ত ৷ পাশাপাশি, তফসিলি জাতির অন্তর্গত 15.8 শতাংশ ও তফসিলি উপজাতির অন্তর্গত 9.6 শতাংশ প্রার্থীর হাতে সোমবার নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, মোদি সরকারের আমলে ওবিসি-তে নিয়োগের পরিমাণ প্রায় 27 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

চলতি মাসের গোড়ায় দেশের কর্মসংস্থান প্রসঙ্গে রাজ্যসভায় প্রশ্নের সম্মুখীন হয় কেন্দ্র ৷ গত 5 ডিসেম্বর এর লিখিত জবাবে কেন্দ্রের তরফে জানানো হয়, ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হয় ৷ আর এই পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ৷ অপর একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, 2017 সালের আর্থিক বিধি অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের কোনও ভূমিকা নেই ৷ বিভিন্ন মন্ত্রকগুলি প্রয়োজন মতো এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ৷

সেই সঙ্গে জিতেন্দ্র বলেন, "দেশের যুব সমাজের ভবিষ্যতের কথা ভেবে 2022 সালের 22 অক্টোবর এই রোজগার মেলার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই থেকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারের তরফে 13টি মেলার আয়োজন করা হয় ৷ আর এই মেলার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রক ও বিভিন্ন সরকারি বিভাগের একাধিক পদে নিয়োগ করা হয়েছে ৷"

পড়ুন: পপকর্নেও চড়া GST ! কেন্দ্রের নয়া সিদ্ধান্তে কতটা বাড়ছে দাম ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.