ETV Bharat / sports

মেওয়ার রাজ্যে বিয়ের পিঁড়িতে সিন্ধু, জীবনের নয়া কোর্টে তারকা শাটলার - PV SINDHU TIES KNOT

দীর্ঘদিনের বয়ফ্রেন্ডকে বিয়ে করলেন পিভি সিন্ধু ৷ ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে দম্পতি বেছে নিয়েছিলেন উদয়পুরকে ৷

PV SINDHU
পিভি সিন্ধু (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 23, 2024, 5:30 PM IST

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: কথামত রবিবার রাজস্থানের উদয়পুরে জীবনের নয়া অধ্যায় শুরু করলেন পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ এদিন সকালে তারকা শাটলারের চার হাত এক হল ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে ৷ যিনি পেশায় একজন প্রযুক্তিবিদ (টেকি) ৷ জাঁকজমকে ত্রুটি না-থাকলেও পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসলেন সিন্ধু ৷

আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার হায়দরাবাদে গ্র্য়ান্ড রিসেপশন আয়োজিত হয়েছে ৷ তার আগে সোমবার সকালে হোমটাউন ফিরলেন নববধূ সিন্ধু ৷ উদয়পুরের নৈসর্গিক প্রকৃতির মাঝে দেশের তারকা শাটলারের বিয়ের ছবি এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি অবশ্য ৷ তবে বেশ কিছু ছবি ঘোরাফেরা করছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে নববধূ পিভি সিন্ধুকে দেখে চোখ ফেরানো দায় ৷

উদয়পুরে সিন্ধুর বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ৷ তিনি সোশাল মিডিয়ায় বিবাহ-অনুষ্ঠানে একটি ছবি পোস্ট করেন ৷ ছবি পোস্ট করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী লেখেন, "উদয়পুরে গত সন্ধেয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু এবং ভেঙ্কট সাই দত্তের বিবাহ-অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত ৷ নতুন জীবনের জন্য দু'জনকে আমার শুভেচ্ছা ও আশীর্বাদ ৷"

বিয়ের মূল অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হলেও বিয়ের রীতিনীতি শুরু হয়ে গিয়েছিল 20 ডিসেম্বর থেকেই ৷ ওইদিন অনুষ্ঠিত হয় সঙ্গীত সেরেমনি ৷ পরদিন অর্থাৎ, 21 ডিসেম্বর হলদি, মেহেন্দি অনুষ্ঠিত হয়ে সিন্ধুর পরিবারে ৷ রবিবার ট্র্যাডিশনাল পোশাকেই বিয়ের মণ্ডপে দেখা যায় সিন্ধু ও ভেঙ্কটাকে ৷

আগামী জানুয়ারি থেকে ফের মরশুম শুরু হয়ে যাবে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী সিন্ধুর ৷ তার আগে খুব অল্প সময়ের মধ্যে এই বিয়ের সব ব্যবস্থা হয়েছে বলে সিন্ধুর পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল ৷ একইসঙ্গে দুই পরিবার যে দীর্ঘদিন ধরে একে অপরকে চেনে, তাও জানিয়েছিলেন সিন্ধুর বাবা পিভি রমনা ৷ 2016 রিও অলিম্পিক্সে রুপো এবং 2021 টোকিয়োয় ব্রোঞ্জজয়ী সিন্ধুর 2023 এবং 2024 ভালো যায়নি একেবারেই ৷ 2023 সালে স্পেন মাস্টার্স 300 এবং 2024 সালে মালয়েশিয়া মাস্টার্স 500-এর ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া করেন তিনি ৷ চলতি বছর প্যারিস অলিম্পিক্সের শেষ ষোলয় হেরে যান সিন্ধু ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: কথামত রবিবার রাজস্থানের উদয়পুরে জীবনের নয়া অধ্যায় শুরু করলেন পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ এদিন সকালে তারকা শাটলারের চার হাত এক হল ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে ৷ যিনি পেশায় একজন প্রযুক্তিবিদ (টেকি) ৷ জাঁকজমকে ত্রুটি না-থাকলেও পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসলেন সিন্ধু ৷

আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার হায়দরাবাদে গ্র্য়ান্ড রিসেপশন আয়োজিত হয়েছে ৷ তার আগে সোমবার সকালে হোমটাউন ফিরলেন নববধূ সিন্ধু ৷ উদয়পুরের নৈসর্গিক প্রকৃতির মাঝে দেশের তারকা শাটলারের বিয়ের ছবি এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি অবশ্য ৷ তবে বেশ কিছু ছবি ঘোরাফেরা করছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে নববধূ পিভি সিন্ধুকে দেখে চোখ ফেরানো দায় ৷

উদয়পুরে সিন্ধুর বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ৷ তিনি সোশাল মিডিয়ায় বিবাহ-অনুষ্ঠানে একটি ছবি পোস্ট করেন ৷ ছবি পোস্ট করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী লেখেন, "উদয়পুরে গত সন্ধেয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু এবং ভেঙ্কট সাই দত্তের বিবাহ-অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত ৷ নতুন জীবনের জন্য দু'জনকে আমার শুভেচ্ছা ও আশীর্বাদ ৷"

বিয়ের মূল অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হলেও বিয়ের রীতিনীতি শুরু হয়ে গিয়েছিল 20 ডিসেম্বর থেকেই ৷ ওইদিন অনুষ্ঠিত হয় সঙ্গীত সেরেমনি ৷ পরদিন অর্থাৎ, 21 ডিসেম্বর হলদি, মেহেন্দি অনুষ্ঠিত হয়ে সিন্ধুর পরিবারে ৷ রবিবার ট্র্যাডিশনাল পোশাকেই বিয়ের মণ্ডপে দেখা যায় সিন্ধু ও ভেঙ্কটাকে ৷

আগামী জানুয়ারি থেকে ফের মরশুম শুরু হয়ে যাবে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী সিন্ধুর ৷ তার আগে খুব অল্প সময়ের মধ্যে এই বিয়ের সব ব্যবস্থা হয়েছে বলে সিন্ধুর পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল ৷ একইসঙ্গে দুই পরিবার যে দীর্ঘদিন ধরে একে অপরকে চেনে, তাও জানিয়েছিলেন সিন্ধুর বাবা পিভি রমনা ৷ 2016 রিও অলিম্পিক্সে রুপো এবং 2021 টোকিয়োয় ব্রোঞ্জজয়ী সিন্ধুর 2023 এবং 2024 ভালো যায়নি একেবারেই ৷ 2023 সালে স্পেন মাস্টার্স 300 এবং 2024 সালে মালয়েশিয়া মাস্টার্স 500-এর ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া করেন তিনি ৷ চলতি বছর প্যারিস অলিম্পিক্সের শেষ ষোলয় হেরে যান সিন্ধু ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.