পানাগড় শিল্পতালুকে পার্কিংয়ের কাজ বন্ধ করল চাষি ও জমিদাতারা - industrial park parking job stop by the land loser
🎬 Watch Now: Feature Video
পানাগড়ের কোটা গ্রামের মোড়ে শিল্পতালুকে বৃহস্পতিবার নির্মীয়মাণ পার্কিংয়ের কাজ বন্ধ করল স্থানীয় চাষি ও জমিদাতারা । তাঁদের অভিযোগ, জমি অধিগ্রহণ হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে প্রায় 10 বছর আগে ৷ কিন্তু অধিগ্রহণের সময় বাম সরকারের সঙ্গে স্থানীয় চাষিদের যে চুক্তি হয়েছিল, সেই মত এখনও কাজ হয়নি ।তাঁদের দাবি, ওই জায়গায় পার্কিং না বানিয়ে কোনও শিল্প হলে কাজ পাবেন গ্রামের বেকার যুবকরা । কিন্তু পার্কিং হলে সেখানে গ্রামের বেকার যুবকরা কতটা কাজ পাবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে জানান তাঁরা ৷ অপরদিকে কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান গুণময় আঁকুড়ে বলেন, পার্কিংয়ের কাজ হচ্ছে এটা খবর পেয়েছি । কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে কাজ শুরু করার জন্য কোনও রকম অনুমতি নেওয়া হয়নি । ফলে ওখানে কি কাজ হচ্ছে তা জানা নেই ।