ETV Bharat / bharat

বছর শেষে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক-গাড়ির ধাক্কায় ঝলসে গেল 2 যুবক - CHHATTISGARH ACCIDENT

পুলিশ জানিয়েছে, আগুন লাগার ফলে গাড়ির দরজা ও জানলা আটকে যায় ৷ ফলে গাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু হয় 2 যুবকের ৷

CHHATTISGARH ACCIDENT
বছর শেষে ভয়াবহ দুর্ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 3:11 PM IST

কোরবা, 29 ডিসেম্বর: বছরের শেষে ভয়াবহ দুর্ঘটনা ৷ ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় ঝলসে মৃত্যু দুই যুবকের ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলায় অম্বিকাপুর-কাটগোড়া জাতীয় সড়কের উপর ৷ কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ট্রাকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে স্থানীয় চোটিয়া টোল প্লাজার সামনে ঘটনাটি ঘটে ৷ দ্রুতগতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি ৷ দ্রুতগতির জন্য দুর্ঘটনার অভিঘাত ছিল খুব বেশি। তার জেরে প্রায় সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায় ৷ দুর্ঘটনার সময় গাড়িতে 2 জন যাত্রী ছিলেন ৷ কিছু বুঝে ওঠার আগেই আগুনে তাঁরা ঝলসে যান ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোরবা থানার পুলিশ ৷ আগুন নিভিয়ে উদ্ধারের কাজ শুরু করে তারা ৷ গাড়ির দরজা ভেঙে দুজনের দেহ বের করে আনা হয় ৷ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পলাতক ট্রাকের চালক ৷ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ৷ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোরবার পুলিশ সুপার সিদ্ধার্থ তিওয়ারি, এএসপি ইউএসবি চৌহান, কাটঘোরার এসডিপিও পঙ্কজ সিং-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷ এসডিপি বলেন, "প্রায় 4 ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ ৷ অবশেষে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ তদন্ত চলছে ৷" পুলিশের প্রাথমিক অনুমান. আগুন লাগার ফলে গাড়ির দরজা এবং জানলার কাচ আটকে গিয়েছিল। তার ফলে গাড়ি থেকে বেরতে পারেননি ওই দুই যুবক।

এদিকে দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ পুলিশের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন শিবম সিং ও বিকাশ লাকরা ৷ তাঁরা দু'জনেই অম্বিকাপুরের কেদরপুর এলাকায় বাসিন্দা ৷ তাঁরা অম্বিকাপুর থেকে কাটগোড়ার দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যেই, মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ রাতেই তারা ঘটনাস্থলে পৌঁছন ৷ মৃতদেহ শনাক্ত করতে তাঁদের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

পড়ুন: মুম্বইয়ে ফের দুর্ঘটনা ! একাধিক পথচারীকে পিষে দিল বেপরোয়া টেম্পো

কোরবা, 29 ডিসেম্বর: বছরের শেষে ভয়াবহ দুর্ঘটনা ৷ ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় ঝলসে মৃত্যু দুই যুবকের ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলায় অম্বিকাপুর-কাটগোড়া জাতীয় সড়কের উপর ৷ কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ট্রাকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে স্থানীয় চোটিয়া টোল প্লাজার সামনে ঘটনাটি ঘটে ৷ দ্রুতগতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি ৷ দ্রুতগতির জন্য দুর্ঘটনার অভিঘাত ছিল খুব বেশি। তার জেরে প্রায় সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায় ৷ দুর্ঘটনার সময় গাড়িতে 2 জন যাত্রী ছিলেন ৷ কিছু বুঝে ওঠার আগেই আগুনে তাঁরা ঝলসে যান ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোরবা থানার পুলিশ ৷ আগুন নিভিয়ে উদ্ধারের কাজ শুরু করে তারা ৷ গাড়ির দরজা ভেঙে দুজনের দেহ বের করে আনা হয় ৷ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পলাতক ট্রাকের চালক ৷ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ৷ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোরবার পুলিশ সুপার সিদ্ধার্থ তিওয়ারি, এএসপি ইউএসবি চৌহান, কাটঘোরার এসডিপিও পঙ্কজ সিং-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷ এসডিপি বলেন, "প্রায় 4 ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ ৷ অবশেষে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ তদন্ত চলছে ৷" পুলিশের প্রাথমিক অনুমান. আগুন লাগার ফলে গাড়ির দরজা এবং জানলার কাচ আটকে গিয়েছিল। তার ফলে গাড়ি থেকে বেরতে পারেননি ওই দুই যুবক।

এদিকে দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ পুলিশের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন শিবম সিং ও বিকাশ লাকরা ৷ তাঁরা দু'জনেই অম্বিকাপুরের কেদরপুর এলাকায় বাসিন্দা ৷ তাঁরা অম্বিকাপুর থেকে কাটগোড়ার দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যেই, মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ রাতেই তারা ঘটনাস্থলে পৌঁছন ৷ মৃতদেহ শনাক্ত করতে তাঁদের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

পড়ুন: মুম্বইয়ে ফের দুর্ঘটনা ! একাধিক পথচারীকে পিষে দিল বেপরোয়া টেম্পো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.