কলকাতা, 29 ডিসেম্বর: ঠিক বিশ বছর আগে এমনই এক ডিসেম্বরে কালো দিন এসেছিল ভারতীয় ফুটবলে ৷ ব্যাঙ্গালোরে (বর্তমানে বেঙ্গালুরু) ফেডারেশন কাপ ফাইনালে মোহনবাগানের বিপক্ষে জোড়া গোলের পর প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন ডেম্পোর ক্রিশ্চিয়ানো জুনিয়র ৷ মাঠেই মৃত্যু হয় ইস্টবেঙ্গলে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারের ৷ তেমনই এক ডিসেম্বরের সাক্ষী হতে পারত শনিবারের গাচ্চিবৌলি স্টেডিয়াম (হায়দরাবাদ) ৷
যে কায়দায় গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছিলেন জুনিয়র ৷ ঠিক একই কায়দায় হায়দরাবাদ এফসি'র গোলরক্ষক বুক সমান পা তুলে এদিন ফাউল করেন ইস্টবেঙ্গলেরই আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভাকে ৷ বর্তমানে বিশ্ব ফুটবলে যেখানে গোলরক্ষকদের এমন বিপজ্জনক ফাউলের ক্ষেত্রে সরাসরি লাল কার্ড এবং অপরাধের গুরুত্ব বিবেচনা করে সাসপেন্ড করা হয়ে থাকে, সেখানে শনিবার হায়দরাবাদ গোলরক্ষক আর্শদীপ সিংয়ের ক্ষেত্রে হলুদ কার্ডও বের হয়নি রেফারির পকেট থেকে ৷ এমনকী দেওয়া হয়নি ফাউলও ৷ জঘন্য অপরাধের পরেও হায়দরাবাদ গোলরক্ষক পার পেয়ে যাওয়ায় সরব হয়েছেন প্রাক্তনরা ৷
এমনিতেই দেশের টপ টিয়ার ফুটবল লিগে রেফারিংয়ের মান নিয়ে আলাদা করে শব্দ খরচ করা বোকামি ৷ ভিডিয়ো অ্যাসিস্ট্য়ান্ট রেফারির প্রয়োজনীয়তা উপলব্ধি হয় প্রায় প্রত্যেক ম্যাচেই ৷ তাতে অবশ্য হেলদোল নেই এফএসডিএল কিংবা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ৷ আর ফিফা ব়্যাংকিংয়ে ভারতের অধঃপতন বোধহয় দেশের সর্বোচ্চ ফুটবল লিগে খারাপ রেফারিংয়েরই পরিচায়ক ৷
সে যাইহোক, এদিন ম্যাচের পর খানিকটা দুরু দুরু বুকেই ক্লেইটনকে করা আর্শদীপের ফাউল নিয়ে সোশাল মিডিয়ায় লেখেন প্রাক্তন ইস্টবেঙ্গল ডিফেন্ডার ডগলাস দ্য সিলভা ৷ ব্রাজিলিয়ান লেখেন, "আমার আজ মনে হয়েছিল আমি হয়তো আরেক ব্রাজিলিয়ান বন্ধুকে মাঠে হারিয়ে ফেলব ৷ অন্য কোনও দেশে এই গোলরক্ষককে লাল কার্ড এবং সঙ্গে দশ ম্যাচেরও বেশি সাসপেন্ড করা হত ৷" শুধু ডগলাস নন, সরব হয়েছেন ময়দানের বাজপাখি অর্থাৎ মোহনবাগানের প্রাক্তন গোলরক্ষক শিলটন পালও ৷
তিনি ফেসবুকে লেখেন, "আজ হায়দরাবাদ গোলরক্ষক আর্শদীপ যেটা করল, সেটা দেখে হতভম্ব ৷ এই ধরনের ভয়ানক চ্যালেঞ্জের শাস্তি সরাসরি লাল কার্ড এবং লম্বা সাসপেনশন ৷ ইউরোপের প্রথমসারির লিগগুলোতে এমন করলে হয়তো ফলাফল মারাত্মক হত ৷ একজন গোলরক্ষক হিসেবে মাঠে আমাদের দায়িত্ব বর্তায় কিছু উদাহরণ রেখে যাওয়া ৷ আর্শদীপের ট্যাকল কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, যা প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারত ৷ চলুন নিজেদের উচ্চতায় মেলে ধরি ৷" এরপরেও কি জাগবে ফেডারেশন?