কলকাতা, 1 জানুয়ারি: বছরের শেষ দিন মঙ্গলবার রাত দখলের ডাক দিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । যদিও মেট্রো চ্যানেলে রাত ন'টা পর্যন্ত চলেছে তাদের অবস্থান আন্দোলন । সেই অবস্থানে যোগ দেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা । সেখান থেকে রাজ্যবাসীকে আন্দোলন জারি রাখার আহ্বান জানান তাঁরা ৷ তাঁদের সামনেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে ন্যায় বিচারের জন্য একটি শপথ বাক্য পাঠ করা হয় ।
তবে এই আন্দোলন করতে গেলে সরকারের বিরোধিতা করতে হবে, সে কথাও স্পষ্ট করে দেন নির্যাতিতার বাবা । তিনি বলেন, "বিচারের জন্য আন্দোলনে আমাদের থাকতে হবে । সেই কারণে আমাদের সরকারের বিরোধিতা করতে হবে । কারণ, এই সরকারই অপরাধীদের আড়াল করছে । এই আন্দোলনকে থামানোর জন্য তদন্তকারী সংস্থার সঙ্গেও বোঝাপড়া হয়েছে ।"
এদিন সিনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হয়ে নির্যাতিতার মা বলেন, "মেয়ে আমার কাছে পৃথিবী ছিল । 2024 সালটা আমার পৃথিবীকে কেড়ে নিয়েছে । কাল নতুন বছরের শুরু, নতুন সূর্য উঠবে । এদিন সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে আর এ ঘটনা কোনও বাবা-মাকে দেখতে না হয় । তবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের এই আন্দোলনের প্রতিও । আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তাতেও আন্দোলন চলবে ।"
এই বিষয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "সিবিআইয়ের ভূমিকা নিয়ে আমরা নিশ্চিত হতে পারছি না । রাজ্য সরকারের কাছ থেকে কোনও সদুত্তর পেলাম না । ফলে আন্দোলন আরও বৃহত্তর হবে । দরকারে আমরা দিল্লি যাব । এর পাশাপাশি শুধু কলকাতা শহরে নয়, বিভিন্ন জেলাতে এই আন্দোলনের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া হবে ।"