কলকাতা, 31 ডিসেম্বর: দেখতে দেখতে শেষ আরও একটা বছর। হাজির 2025। নতুন বছরকে স্বাগত জানাতে আট থেকে আশি সকলেই ভিড় করেছেন শহরের বিভিন্ন জায়গায়।
ভিড় জমেছে পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড, ধর্মতলা থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত। এছাড়াও মঙ্গলবার সকাল থেকে ইকো থেকে নিকো সর্বত্র ছিল কচি-কাঁচাদের ভিড়।
নিউ ইয়ার ইভ
31 ডিসেম্বর সন্ধ্যা গড়াতেই পার্কস্ট্রিটে আলোর মেলা। প্রিয় মানুষদের নিয়ে হাজির সকলে। কেউ মজেছেন বন্ধুদের সঙ্গে সেলফিতে তো প্রিয়জনের জন্য নতুন বছরে গিফট কিনে নিউমার্কেটে ভিড় জমিয়েছে ৷ পাশাপাশি পুলিশের নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো ৷ রাস্তার দুই ধারে ব্যারিকেড দেওয়া হয়েছে ৷ যাতে যান চলাচলে কোনও সমস্যা না-হয় ৷ কোনওরকমের অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে তাতে কলকাতা পুলিশ তৎপর ৷ সাধারণ মানুষ এখানে সারারাত থাকবে, আনন্দ করবে ৷ নতুন বছরকে স্বাগত জানাবে প্রত্যেকেই এক অঙ্গীকার করছেন ৷ তার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷
বড়দিনের মানুষের ঢল দেখা যায় পার্কস্ট্রিট থেকে শুরু করে বো-ব্যারাকে। তেমনই আজ বিকেল হতে না-হতেই মানুষের ঢল দেখা গেল পার্কস্ট্রিট ও নিউ মার্কেট এবং লিন্ডসে স্ট্রিটে। আর রাত বারার সঙ্গে ভিড় বেড়েছে আরও কয়েকগুণ। পার্কস্ট্রিট রাত 8টার পর থেকেই যান চলাচল বন্ধ। শুধু পায়ে হেঁটে দেখতে হবে রাস্তার ঝলমলে আলোকসজ্জা। পার্কস্ট্রিটে বসানো হয়েছে পুলিশের ওয়াচ টাওয়ার। পর্যাপ্ত পরিমাণে মহিলা এবং পুরুষ পুলিশ মোতায়ন করা হয়েছে। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বিশ্বে বর্ষবরণ
ঘড়ি ধরে বারোটা বাজতেই মেতে উঠল অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড ৷ অকল্যান্ড থেকে সিডনি আতসবাজি ফাটিয়ে নতুন বছরকে বরণ করা হয় ৷ সবার আগে 2025 সালকে স্বাগত জানিয়েছে কিরিবাটি ৷
নতুন বছরকে স্বাগত জানাতে পৃথিবীর বিভিন্ন শহরে আয়োজন করা হয় আতশবাজি উৎসবের। বিশ্বসেরা খেতাব পেতে প্রতিযোগিতা চলে শহরগুলোর মধ্যে। এই প্রতিযোগিতায় বরাবরই শীর্ষে থাকে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যনির্ভর শহর সিডনি।