কলকাতা, 1 জানুয়ারি: বঙ্গে ধীরে ধীরে অনুকূল হচ্ছে শীত পড়ার পরিস্থিতি ৷ উত্তর-পশ্চিম ভারতের কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে । ফলে উত্তুরে হাওয়া ফের গতি পাচ্ছে । তার প্রভাবে এই রাজ্যের পাহাড় এবং সমতলে পারদ নামতে শুরু করবে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷
আজ বুধবার নতুন বছরের প্রথম দিন আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে ।
উত্তরবঙ্গ এবং পশ্চিমের কয়েকটি জেলায় ইতিমধ্যেই ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করেছে । কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আমেজ ফিরতে শুরু করবে । তবে কনকনে শীতের অনুভূতি পাওয়ার জন্য উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাসের অবাধ প্রবেশ দরকার হয়, সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি । তবে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে বঙ্গে দুই থেকে তিন ডিগ্রি পারদ পতন হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।
পরের কয়েকদিনও একই রকম থাকবে আবহাওয়া । ঠান্ডা পড়ার পরিস্থিতি অনুকূল হওয়ার ইঙ্গিত মিলছে । তবে জাঁকিয়ে শীতের জন্য এখনও অপেক্ষা করতে হবে বলে মত আবহাওয়াবিদদের ।
মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 63 শতাংশ ।