ETV Bharat / bharat

ঐক্যের মহাকুম্ভে দূরে যাক ঘৃণা-বিভাজন, বছরের শেষ মন কি বাতে বার্তা মোদির - MANN KI BAAT

প্রধানমন্ত্রীর বছরের শেষ 'মন কি বাত' ৷ এদিনের বার্তায় দেশবাসীকে মহাকুম্ভের উৎসবে সামিল হতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি ৷

MANN KI BAAT
বছরের শেষ 'মন কি বাত' মহাকুম্ভ স্নান নিয়ে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Dec 29, 2024, 1:57 PM IST

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 2025 সালের শেষ 'মন কি বাত' ৷ সেখানে আসন্ন মহাকুম্ভ স্নান ও মেলা নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 13 জানুয়ারির মহাকুম্ভকে 'ঐক্যের মহাকুম্ভ' বলে উল্লেখ করেন তিনি ৷ যেখানে দেশবাসীকে এই মহা ধর্মীয় সমাবেশে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি ৷

মহাকুম্ভের পুণ্যস্নানের মধ্যে দিয়ে 'ঘৃণা' ও 'বিভাজন'-কে ত্যাগের বার্তা দিলেন মোদি ৷ তিনি বলেন, "মহাকুম্ভের বার্তা এটা যে, সমগ্র দেশ এক হোক ৷ মহাকুম্ভের বিশেষত্ব শুধু এর বিশালতায় নয়, এর বৈচিত্র্যের মধ্যেও রয়েছে ৷" উল্লেখ্য, কুম্ভমেলা প্রতি 3 বছর অন্তর আয়োজিত হলেও, মহাকুম্ভের পুণ্যস্নানের তিথি প্রতি 12 বছর অন্তর আসে ৷ আগামী বছর অর্থাৎ, 2025 সালের 13 জানুয়ারি মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে এই মহাকুম্ভের পুণ্যস্নান হবে ৷

এ দিনের মন কি বাত থেকে আসন্ন সাধারণতন্ত্র দিবস নিয়েও বার্তা দিতে শোনা গেল নরেন্দ্র মোদিকে ৷ উল্লেখ্য, 2025-এর 26 জানুয়ারি ভারত তাঁর সংবিধান বাস্তবায়নের 75 বছর পূর্তি উদযাপন করবে ৷ এ নিয়ে মোদি বলেন, "আসন্ন সাধারণতন্ত্র দিবসে আমাদের সংবিধান বাস্তবায়নের 75 বছর পূর্তি উদযাপন করব ৷ এটা আমাদের সকল দেশবাসীর কাছে খুবই গর্বের বিষয় ৷ সময়ে-সময়ে কঠিন পরিস্থিতিতে আমাদের সংবিধান দৃঢ়তার লড়াইয়ে সাহায্য করেছে ৷ এটি আমাদের পথপ্রদর্শক ৷ আর আমি ব্যক্তিগতভাবে যে জায়গায় পৌঁছেছি, তার পিছনে অবদান রয়েছে সংবিধানের ৷"

যদিও, বিরোধী শিবির সবসময় নরেন্দ্র মোদির সরকার ও বিজেপির বিরুদ্ধে সংবিধানকে প্রতিপদে দুর্বল করে দেওয়ার অভিযোগ তুলেছে ৷ তবে, সেই অভিযোগ প্রতিবারই খারিজ করেছে মোদির নেতৃত্বাধীন এনডিএ-র সরকার ৷ আর এ দিনের মন কি বাতের ভাষণে মোদিকে বলতে শোনা গেল, কীভাবে তাঁর সরকার সাংবিধানিক মূল্যবোধ এবং তার ভাবমূর্তিকে পোক্ত করেছে ৷ আর সেই সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করলেন, যখনই তারা ক্ষমতায় থেকেছে, সংবিধানের মূল্যবোধকে নসাৎ করতে চেয়েছে ৷

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 2025 সালের শেষ 'মন কি বাত' ৷ সেখানে আসন্ন মহাকুম্ভ স্নান ও মেলা নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 13 জানুয়ারির মহাকুম্ভকে 'ঐক্যের মহাকুম্ভ' বলে উল্লেখ করেন তিনি ৷ যেখানে দেশবাসীকে এই মহা ধর্মীয় সমাবেশে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি ৷

মহাকুম্ভের পুণ্যস্নানের মধ্যে দিয়ে 'ঘৃণা' ও 'বিভাজন'-কে ত্যাগের বার্তা দিলেন মোদি ৷ তিনি বলেন, "মহাকুম্ভের বার্তা এটা যে, সমগ্র দেশ এক হোক ৷ মহাকুম্ভের বিশেষত্ব শুধু এর বিশালতায় নয়, এর বৈচিত্র্যের মধ্যেও রয়েছে ৷" উল্লেখ্য, কুম্ভমেলা প্রতি 3 বছর অন্তর আয়োজিত হলেও, মহাকুম্ভের পুণ্যস্নানের তিথি প্রতি 12 বছর অন্তর আসে ৷ আগামী বছর অর্থাৎ, 2025 সালের 13 জানুয়ারি মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে এই মহাকুম্ভের পুণ্যস্নান হবে ৷

এ দিনের মন কি বাত থেকে আসন্ন সাধারণতন্ত্র দিবস নিয়েও বার্তা দিতে শোনা গেল নরেন্দ্র মোদিকে ৷ উল্লেখ্য, 2025-এর 26 জানুয়ারি ভারত তাঁর সংবিধান বাস্তবায়নের 75 বছর পূর্তি উদযাপন করবে ৷ এ নিয়ে মোদি বলেন, "আসন্ন সাধারণতন্ত্র দিবসে আমাদের সংবিধান বাস্তবায়নের 75 বছর পূর্তি উদযাপন করব ৷ এটা আমাদের সকল দেশবাসীর কাছে খুবই গর্বের বিষয় ৷ সময়ে-সময়ে কঠিন পরিস্থিতিতে আমাদের সংবিধান দৃঢ়তার লড়াইয়ে সাহায্য করেছে ৷ এটি আমাদের পথপ্রদর্শক ৷ আর আমি ব্যক্তিগতভাবে যে জায়গায় পৌঁছেছি, তার পিছনে অবদান রয়েছে সংবিধানের ৷"

যদিও, বিরোধী শিবির সবসময় নরেন্দ্র মোদির সরকার ও বিজেপির বিরুদ্ধে সংবিধানকে প্রতিপদে দুর্বল করে দেওয়ার অভিযোগ তুলেছে ৷ তবে, সেই অভিযোগ প্রতিবারই খারিজ করেছে মোদির নেতৃত্বাধীন এনডিএ-র সরকার ৷ আর এ দিনের মন কি বাতের ভাষণে মোদিকে বলতে শোনা গেল, কীভাবে তাঁর সরকার সাংবিধানিক মূল্যবোধ এবং তার ভাবমূর্তিকে পোক্ত করেছে ৷ আর সেই সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করলেন, যখনই তারা ক্ষমতায় থেকেছে, সংবিধানের মূল্যবোধকে নসাৎ করতে চেয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.