বহরমপুর, 29 ডিসেম্বর: রাতের অন্ধকারে তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ । যদিও অক্ষত আছেন তৃণমূল নেতা । অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ৷ তবে তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি পাপাই ঘোষের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে ৷ ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । আতঙ্কিত তৃণমূল নেতাও । এই ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলে দাবি তাঁর ৷
বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, "ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে । শনিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ কাজ সেরে বাড়ি ফিরছিলেন । এমন সময় বহরমপুরের রিংরোড এলাকায় পিছন দিক থেকে আততায়ীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে । গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায় । যদিও আততায়ীদের গুলিতে কেউ হতাহত হয়নি ।"
বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ বলেন, "রাজনৈতিক কোনও শত্রু এরকম কাজ করতে পারে বলে মনে হচ্ছে । এই ঘটনার সঙ্গে কংগ্রেস ও বিজেপি জড়িত থাকতে পারে । সামনেই বিধানসভা নির্বাচন আছে ৷ আমি শহরের দায়িত্বে রয়েছি ৷ আমার স্ত্রীও গ্রাম পঞ্চায়েত প্রধান ৷ তবে পুলিশের তদন্তের উপর ভরসা আছে ৷ তারা তদন্ত করে দোষীদের শাস্তি দেবে ।"
তৃণমূল নেতার মা চম্পা ঘোষের কথায়, "এই ঘটনায় আমি আতঙ্কিত । আমার ছেলেকে নিয়ে ভয়ে থাকি ৷ আমার ছেলে মানুষের সেবা করে ৷ এরপরেও তার উপর হামলা চালানো হল ৷ পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক ৷"
যদিও তৃণমূল নেতার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস ৷ তিনি বলেন, "অভিযোগ ভিত্তিহীন । বহরমপুর শহরে কংগ্রেস নাগরিকদের নিরাপত্তা দিয়ে এসেছে । আতঙ্ক ছড়ায়নি কোনওদিন ।" দক্ষিণ মুর্শিদাবাদ বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, "রাজনৈতিক ফায়দা তুলতে নিজেদের পরিকল্পিত হামলা । সাধারণ মানুষের কাছে সবই স্পষ্ট । বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি করে না ।"