নৈহাটিতে ডেঙ্গিতে মৃত 1
🎬 Watch Now: Feature Video
নৈহাটি পৌরসভার কেশব পল্লি এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একজন মেক আপ শিল্পীর ৷ মৃতের নাম কৃষ্ণগোপাল অধিকারী (27) ৷ প্রচণ্ড জ্বর নিয়ে 2 নভেম্বর নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি হন কৃষ্ণ ৷ মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে কল্যাণী জওহরলাল নেহুরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তারপর মঙ্গলবারই গভীর রাতে মৃত্যু হয় তাঁর ৷ কলকাতায় একটি বিউটি পার্লারে কাজ করত কৃষ্ণ ৷ প্রতিষ্ঠিত মেক আপ শিল্পী হিসেবেও পরিচিতি ছিল তাঁর ৷