কলকাতা, 3 ডিসেম্বর: সাইবার প্রতারণা বা ডিজিটাল অ্যারেস্ট এই শব্দগুলি আজকের দিনে শোনেননি এমন লোকের সংখ্যা নিতান্তই কম। প্রত্যেকদিন প্রায় নিয়ম করে এই ধরনের অভিযোগ শোনা যায়। সাধারণ মানুষ কিছু বুঝে উঠতে পারার আগেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উঠাও হয়ে যায়।
প্রায় প্রতিদিনই কিছু বোঝার আগেই এ ধরনের জালিয়াতির শিকার হচ্ছেন অনেকে। ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমেও এই ধরনের জালিয়াতির ফাঁদ পাতা হচ্ছে। পুলিশ ও সাইবার সিকিউরিটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সতর্কতা বড় অস্ত্র হতে পারে। সাধারণ মানুষ যদি এই বিষয়গুলি নিয়ে অবগত হন। তাদের কাছে এই নিয়ে যদি তথ্য থাকে, তাহলে এ ধরনের জালিয়াতি রুখে দেওয়া সম্ভব।
তাই এবার তা নিয়েই সতর্ক হচ্ছে রাজ্য সরকার ৷ সাধারণ মানুষকে সতর্ক করতে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর একটি কৌশল গ্রহণ করছে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় সেকথা জানান রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, "সাধারণ মানুষকে সচেতন করার জন্য তথ্যপ্রযুক্তি দফতরের তরফে একটি কমিক্স বই নিয়ে আসা হয়েছে ৷ মূলত দু'টি খণ্ডে এই বই আনা হয়েছে ৷ বইটির নাম সাইবার সম্মোহন প্রথম ও দ্বিতীয় খণ্ড।
মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যজুড়ে ক্রমবর্ধমান সাইবার ক্রাইমের প্রতিকারে জনগণের মধ্যে সচেতনাতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে । সাইবার ক্রাইম রুখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। বাবুল সুপ্রিয় জানান, কলকাতা ও রাজ্য পুলিশের সাইবার সেলকে আরও উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য সাইবার এক্সপার্টদের মাধ্যমে প্রায় তিন হাজার পুলিশ কর্মীকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তথ্যপ্রযুক্তি দফতর।
মন্ত্রীর আশা, মানুষ সচেতন হলে সাইবার ক্রাইমের মাধ্যমে আর কোন মানুষকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা খোয়াতে হবে না। কাউকে টাকা পেমেন্ট করতে গিয়ে সেই টাকা হারাতে হবে না। কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বক্তিগত ডকুমেন্টস হ্যাক হবে না।