ক্ষতিপূরণ পায়নি, গ্যাসের পাইপলাইন বসানোর কাজ বন্ধ করলেন বিক্ষুব্ধ চাষিরা - gas pipe line
🎬 Watch Now: Feature Video
ক্ষতিপূরণের টাকা না পাওয়ার অভিযোগে বুদবুদ থানা এলাকায় গ্যাসের পাইপলাইন বসানোর কাজ বন্ধ করে দিলেন বিক্ষুব্ধ চাষিরা ৷ গোবিন্দপুর মৌজার ওই চাষিদের অভিযোগ, অন্য মৌজার চাষিরা তাদের চেয়ে বেশি ক্ষতিপূরণ পাচ্ছে ৷ দাবি, কাঁকসার ধোবারু গ্রাম বা বুদবুদের পন্ডালি, কোটা মৌজার চাষিরা জমিতে পাইপলাইন বসানোর জন্য যে পরিমাণ অর্থ ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন, সেই পরিমাণ অর্থ তাদেরও দিতে হবে ।