মমতা দেশবিরোধী, উগ্রবাদীদের আশ্রয়দাতা : রাজু - উগ্রবাদীদের আশ্রয়দাতা
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী উগ্রবাদীদের রক্ষা করতে ক্যাম্প চালান । তিনি দেশবিরোধী ৷ আজ এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ৷ কাঁকসার রাজবাঁধে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এই মন্তব্য করেন ৷ রাজু রাজ্য সরকারের ও পুলিশের ভুমিকারও প্রবল সমালোচনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বিমল গুরুং, ছত্রধর মাহাতদের বিরুদ্ধে দেশবিরোধী মামলা করে তৃণমূল। এখন তারাই টিএমসির ছত্রছায়ায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী। তিনি আসলে উগ্রবাদীদের আশ্রয়দাতা।" বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতির এই বক্তব্যের কড়া সমালোচনা করে কাঁকসা ব্লকের টিএমসি সভাপতি দেবদাস বক্সি ৷ তিনি বলেন, "উনি জানেন না কিছু। অশিক্ষিত, মুর্খ। গোটা দেশের মানুষের জন্য লড়াই করেন যিনি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।"